For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরীক্ষা ছাড়া ডিগ্রি নয়, সেপ্টেম্বরেই বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা করানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

পরীক্ষা ছাড়া ডিগ্রি নয়, সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা করানোর নির্দেশ শীর্ষ আদালতের

Google Oneindia Bengali News

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে ১০ গোল খেল রাজ্য সরকার। পরীক্ষা বাতিলের সবরকম আর্জি খারিজ করে দিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পরীক্ষা ছাড়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের ডিগ্রি দেওয়া হবে না বলে কড়া বার্তা দিয়েছেন বিচারপতি। ইউজিসিকে অবিলম্বে পরীক্ষার সূচি ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের রায়

সুপ্রিম কোর্টের রায়

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিলের আর্জি খারিজ। পরীক্ষা ছাড়া ডিগ্রি নয় সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত। বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৬ জুলাইয়ের নির্দেশিকাকেই বহাল রাখার নির্দেশ দিয়েছে আদালত।

 সেপ্টম্বরে পরীক্ষা নেওয়ার নির্দেশ

সেপ্টম্বরে পরীক্ষা নেওয়ার নির্দেশ

বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়গুলিকে ফাইনাল পরীক্ষা দিতে হবে। ইউজিসি ৬ জুলাই যে সার্কুলার জারি করেছিল সেই অনুযায়ী দেশের সব রাজ্যের বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

 করোনা মহামারী বলে পরীক্ষা বন্ধ নয়

করোনা মহামারী বলে পরীক্ষা বন্ধ নয়

করোনা মহামারীর জন্য পরীক্ষা বাতিলের কথা বলেছে সব রাজ্যগুলি। কিন্তু এই আবেদন গ্রহনযোগ্য নয় বলে জানিয়েছে শীর্ষ আদালত। বিপর্যয় মোকাবিলা আইনে কোথাও বলা নেই পরীক্ষা ছাড়াই ডিগ্রি দেওয়া হবে ছাত্রছাত্রীদের। পরীক্ষা পিছোন হতে পারে তবে পরীক্ষা বাতিল হবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত।

 ১০ গোল খেল রাজ্য

১০ গোল খেল রাজ্য

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিলের দাবিেত সরব হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। আয়েবকুটা এই নিয়ে শীর্ষ আদালতে আবেদন পর্যন্ত জানিয়েছিল। রাজ্যপাল জগদীপ ধনখড় এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসেছিল। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও পরীক্ষা বাতিলের দাবিতে সরব হয়েছিলেন। সুপ্রিম কোর্টের এই রায়ের পর কী করবে পশ্চিমবঙ্গ আর মহারাষ্ট্র।

English summary
Supreme Court instruct UGC to start final examination in Universities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X