For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকা ভয় কাটাতে বিশেষ নির্দেশিকা রাজ্যগুলিকে! ৫ দিন শেষে কোথায় দাঁড়িয়ে প্রথম দফার টিকাকরণ?

টিকা ভয় কাটাতে বিশেষ নির্দেশিকা রাজ্যগুলিকে! ৫ দিন শেষে কোথায় দাঁড়িয়ে প্রথম দফার টিকাকরণ?

  • |
Google Oneindia Bengali News

আশা-আশঙ্কার দোলাচলের মধ্যেই ইতিমধ্যেই ৫ দিনের টিকাকরণ শেষ গোটা দেশে। কেন্দ্রীয় সূত্র অনুসারে এখনও ভ্যাকসিন পেয়েছেন ৬ লক্ষ ৩১ হাজার মানুষ। অন্যদিকে পঞ্চম দিনের শুরুতেই ৫ লক্ষের গণ্ডি পার হয়ে যায় ভারতে ভারতে করোনা টিকাকরণের পরিমাণ। যদিও দুই মৃত্যু ও একাধিক রাজ্যে বড়সড় পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা সামনে আসতেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয় জনমানসে। প্রসঙ্গত উল্লেখ্য

টিকা ভয় কাটাতে বিশেষ নির্দেশিকা রাজ্যগুলিকে! ৫ দিন শেষে কোথায় দাঁড়িয়ে প্রথম দফার টিকাকরণ?

যদিও ভারত বায়োটেক ও সিরামের দুই টিকাকেই নিরাপদ বলেও কেন্দ্র আশ্বস্ত করলেও আতঙ্কের কারণেই টিকা নিতে পিছুপা হচ্ছেন একটা বড় অংশের স্বাস্থ্যকর্মীরা। যার ফলে থমকে যাচ্ছে গোটা টিকাকরণ প্রক্রিয়াই। অন্যদিকে একাধিক রাজ্যেই লক্ষ্যমাত্রা পূরণ না হওয়াতেই গোটা টিকাকরণ প্রক্রিয়াতেই আরও গতি আনার কথা বলছে কেন্দ্র। এমনকী কেরল, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যকেই ইতিমধ্যেই বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র।

সম্প্রতি এই বিষয়ে বলতে গিয়ে কেন্দ্রের টিকাকরণ পরিমন্ডলের সহ নীতি আয়োগের অন্যতম প্রধান সদস্য ডাঃ ভি কে পাল বলেন, “ দ্রুতই গোটা টিকাকরণ প্রক্রিয়ায় আরও গতি আনা হবে। ভ্যাকসিনের সমস্ত ডোজ পাওয়া গেলেই তা আরও বেশি মানুষের কাছেও পৌঁছে দেওয়া হবে। এই কাজে বর্তমানে কোনোরকম ঢিলেমি দিতেই রাজি নয় সরকার।”অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুসারে এখনও অবধি গোটা দেশে ৬ লক্ষ ৩১ হাজার ৪১৭ জন স্বাস্থ্য কর্মীকে করোনা টিকা দেওয়া হয়েছে।

আম্ফান দুর্নীতি মামলায় ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্যআম্ফান দুর্নীতি মামলায় ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য

English summary
More than 6 lakh vaccination done, central government has issued special guidelines to reduce fear in public
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X