For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই রাজ্যে মদ্যপ ভিআইপি'র জন্য এলাহি ব্যবস্থা, থাকা যাবে ২৪ ঘণ্টা

Array

Google Oneindia Bengali News

বিহারে খাতায়কলমে বন্ধ মদ বিক্রি। কিন্তু সেটা সরকারের খাতায় কলমে। সারা বিহারের মানুষ সুরা থেকে বঞ্চিত এমনটা মোটেই নয়। ভালোই লোকজন মদ্যপান করেন, আর তা কেনা হয় নিজের এলাকা থেকেই। সোজা কথায় লুকিয়ে চুরিয়ে ভালোই চলে মদের ব্যাবসা। তো এখানে যদি কোনও ভিআইপি মদ্যপ অবস্থায় ধরা পড়েন, তাঁর জন্য রয়েছে এলাহি ব্যবস্থা।

আবগারি দফতর

আবগারি দফতর

এও এলাহি আয়োজন করে রেখেছে খোদ আবগারি দফতর নিজেই। সমস্তিপুর যে আবগারি দফতর রয়েছে সেখানে করা হয়েছে এই ব্যবস্থা। এখান রয়েছে একটি এক সজ্জার বিছানা , সোফা সেট। রয়েছে এসির ব্যবস্থা। এখানে ভিআইপি সেলে ধরা পড়া ভিয়াইপিকে ২৪ ঘণ্টা রাখা যাবে। এর বেশি সুখ ভোগ করতে পারবে না সুরাভক্ত ওই ভিআইপি।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

জানা যাচ্ছে, বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিভিন্ন মদ ডিস্ট্রিবিউটারের বাড়ি এবং দফতর, মদ বিক্রেতা সহ বিভিন্ন জায়গাতে এই তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। শুক্রবার ভোর থেকেই এই তল্লাশি শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। প্রথমেই রয়েছে দিল্লি। এছাড়াও পাঞ্জাব, হায়দরাবাদ সহ অন্তত ৩৫ টি জায়গাতে এই তল্লাশি চলছে বলে খবর। এজন্য বিশেষ টিম ইডির তরফে তৈরি করা হয়েছে বলেও খবর মেলে।

বিশেষ সেল

বিশেষ সেল

হেডকোয়ার্টারের নির্দেশে তৈরি করা হয়েছে এই বিশেষ সেল। বলা হয়েছে যে যদি কোনও ভিআইপি ধরা পড়েন মদ্যপ অবস্থায় তাহলে তাঁকে ২৪ ঘণ্টার জন্য ওই সেলে রাখা হবে। এর বেশি নয়। এর মধ্যে রয়েছেন সরকারি চাকুরিজিবি, পাবলিক রিপ্রেসেনন্টিভ এবং ভিআইপিরা যারা অদ্যপ অবস্থায় ধরা পড়বেন।

কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ

কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ


তবে এই তল্লাশির খবর সামনে আসার পরেই কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নোংরা রাজনীতি করা হচ্ছে বলে তোপ তাঁর। শুধু তাই নয়, কেন্দ্রের নোংরা রাজনীতির স্বীকার কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা হচ্ছেন বলেও আক্রমণ দিল্লির মুখ্যমন্ত্রীর। একদিকে যখন তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা অন্যদিকে একের পর এক টুইট কেজরিওয়ালের। তিনি লিখেছেন, ৫০০ এরও বেশি তল্লাশি, তিন মাস ধরে সিবিআই/ইডির ৩০০ এরও বেশি আধিকারিক ২৪ ঘন্টা ধরে লেগে রয়েছে। শুধু মনিষ শিশোদীয়ার বিরুদ্ধে প্রমাণ খুঁজতে। কিন্ত্য কিছুই পাওয়া যায়নি বলেও দাবি কেজরির। কারণ সে কিছুই করেনি বলে দাবি তাঁর। নোংরা রাজনীতি করা হচ্ছে। এভাবে কি দেশ মাথা তুলে দাঁড়াতে পারবে? কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর।

ভেঙে পড়ল সাড়ে ১৯ কোটির আন্ডারপাস, দুর্নীতির প্রশ্ন তুলছে কংগ্রেস ভেঙে পড়ল সাড়ে ১৯ কোটির আন্ডারপাস, দুর্নীতির প্রশ্ন তুলছে কংগ্রেস

English summary
special arrangement for vip alcoholics in bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X