For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পের তুলনীয় সুরক্ষা মোদীর! আসছে মিসাইল রোধী বিশেষ বিমান

সামনের বছরেই আমেরিকার প্রেসিডেন্টের সমপর্যায়ের নিরাপত্তা পেতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ মিসাইল রোধী দুটি বোয়িং ৭৭৭ বিমান ভারতে আসবে আগামী বছরের জুন নাগাদ।

  • |
Google Oneindia Bengali News

সামনের বছরেই আমেরিকার প্রেসিডেন্টের সমপর্যায়ের নিরাপত্তা পেতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ মিসাইল রোধী দুটি বোয়িং ৭৭৭ বিমান ভারতে আসবে আগামী বছরের জুন নাগাদ। সেই বিমানে মোদী ছাড়াও চলবেন, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিও।

ট্রাম্পের তুলনীয় সুরক্ষা মোদীর! আসছে মিসাইল রোধী বিশেষ বিমান

প্রকাশিত খবর অনুযায়ী, বিমান নিয়ে বকেয়া থাকা পরিকল্পান রূপায়ন করা হচ্ছে। বিমান দুটি নাম হবে এয়ার ইন্ডিয়া ওয়ান। বিমান দুটিতে থাকবে বিশেষ কনফিগারেশন। অফিস স্পেশ ছাড়াও মিটিং রুমও থাকবে সেখানে। থাকবে বিশেষ যোগাযোগ ব্যবস্থা।

আমেরিকার প্রেসিডেন্ট যেভাবে এয়ার ফোর্স ওয়ান ব্যবহার করেন, ঠিক তেমনই এয়ার ইন্ডিয়া ওয়ান বিমানে থাকবে সেল্ফ প্রোটেকশন সুইট(এসপিএস)। এই এসপিএস সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। এটিতে বড় আকারের এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টারমেজার্স, ইন্টিগ্রেটেড ডিফেন্সিভ ইনেকট্রনিক ওয়ারফেরার স্যুট এবং কাউন্টার অ্যাপ্রেসেস ডিসপেন্সিং সিস্টেংম থাকবে।

এই এয়ার ইন্ডিয়া ওয়ান বিমান শত্রুপক্ষের র‍্যাডার বিকল করে দেবে। মিসাইলের গতিপথও বদল করে দেবে। বিমানের সতর্কতা এবং কাউন্টারমেজার সিস্টেমগুলির জন্য বিমান চালককে কোনও পদক্ষেপ নিতে হবে না। প্রয়োজন মতো স্বয়ংক্রিয়ভাবেই সেটি কাজ করতে শুরু করে দেবে।

[ অভিনন্দন সহ বীর অফিসারদের সম্মানিত করবে বায়ুসেনা][ অভিনন্দন সহ বীর অফিসারদের সম্মানিত করবে বায়ুসেনা]

২০১৯-এর ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের তরফে থেকে আমেরিকার প্রেসিডেন্টের ব্যবহারকারী বিমান প্রতিরক্ষা ভারতের হাতে দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে ভারতের প্রধানমন্ত্রী এই নিরাপত্তার জন্য দেশের কোষাগার থেকে ব্য হয় প্রায় ১৩৬১ কোটি ২৬ লক্ষ টাকার মতো( ১৯০ মিলিয়ন ডলার)।

 [ গ্রাহক আত্মবিশ্বাস সর্বনিম্ন! মোদী সরকারের আমল নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট আরবিআই-এর] [ গ্রাহক আত্মবিশ্বাস সর্বনিম্ন! মোদী সরকারের আমল নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট আরবিআই-এর]

English summary
Two special Boeing 777 aircraft equipped with missile defence systems that will serve Prime Minister Narendra Modi, President Ram Nath Kovind and his deputy Venkaiah Naidu is likely to reach India in June next year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X