For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'টোটাল মার্কস'-এর থেকে বেশি হয়ে গেল প্রাপ্ত নম্বর! বোর্ডের পরীক্ষায় পড়ুয়াদের মার্কশিট ঘিরে চাঞ্চল্য

মার্কশিটে 'টোটাল মার্কস' -এর থেকে বেশি হয়ে গিয়েছে পড়ুয়ার প্রাপ্ত নম্বর। ধরুন কোনও বিষয়ে মোট নম্বর ৩৫, সেখানে পড়ুয়া পেয়ে গিয়েছে ৩৮! এমন আজব ঘটনা ঘটেছে বিহারের দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায়

  • |
Google Oneindia Bengali News

মার্কশিটে 'টোটাল মার্কস' -এর থেকে বেশি হয়ে গিয়েছে পড়ুয়ার প্রাপ্ত নম্বর। ধরা যাক কোনও বিষয়ে মোট নম্বর ৩৫, সেখানে পড়ুয়া পেয়ে গিয়েছে ৩৮! এমন আজব ঘটনা ঘটেছে বিহারের দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায়। ঘটনায় হতবাক সকলেই। এখানেই শেষ নয়। অনেক পড়ুয়ার অভিযোগ যে সমস্ত বিষয়ে তারা পরীক্ষা দেয়নি , সেই বিষয়ের নম্বরও এসেছে মার্কশিটে। বিহারে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই ছড়িয়েছে চাঞ্চল্য।

টোটাল মার্কস-এর থেকে বেশি হয়ে গেল প্রাপ্ত নম্বর! বোর্ডের পরীক্ষায় পড়ুয়াদের মার্কশিট ঘিরে চাঞ্চল্য

বিহারের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিল ভীম কুমার । আরওয়াল জেলার এই ছাত্র গণিতে(থিওরি) পেয়েছে ৩৫ এর মধ্যে ৩৮ নম্বর। অন্যদিকে গণিতের সংক্ষিপ্তধর্মী প্রশ্নের উত্তরে পেয়েছে ৩৫ এর মধ্যে ৩৭। ঘটনায় ভীম বিন্দুমাত্র বিচলিত নয় বলে জানিয়েছে। তার বক্তব্য, বহুবছর ধরে বিহার বোর্ডের পরীক্ষায় এমনটাই হয়ে আসছে। একই রকমের ঘটনা ঘটেছে বিহারের চম্পারনের সন্দীপের সঙ্গে। সন্দীপ রাজও এবছর গণিতে (থিওরি) ৩৫ এর মধ্যে পেয়েছে ৩৮। দারভাঙ্গার রাহুল কুমারের ঘটনাও একই রকম। গণিতে (থিওরি) সে পেয়েছে ৩৫ এর মধ্যে ৪০।

এদিকে, বিহারের বৈশালি এলাকার বাসিন্দা জাহ্নবীর দাবি, তার দ্বাদশ শ্রেণিতে বায়োলজি বিষয়টি ছিল না । তবুও তার মার্কশিটে এসেছে বায়োলজির নম্বর। শুধু জাহ্নবী নয়, এই ঘটনা বিহারের বহু পড়ুয়ার সঙ্গে ঘটেছে। তবে এবিষয়ে বিহার বোর্ডের তরফে এ নিয়ে কিছুই জানানো হয়নি। উল্লেখ্য, কয়েকদিন আগেই বিহারের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার নম্বর প্রকাশিত হয়েছে। বিহারবোর্ড.এসি.ইন এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে পড়ুয়াদের ফলাফল। এই বছরে ১২,০৭,৯৮৬ জন পরীক্ষার্থী দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অংশ নেয়। মোট ১৩৮৪ টি সেন্টারে পরীক্ষা গ্রহণ হয়।

English summary
some students score more than total In Bihar, Question arises on board .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X