For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাটিন্ডায় ভাঙল গান্ধী মূর্তি, দুষ্কৃিতীদের খুঁজছে পুলিশ

Array

Google Oneindia Bengali News

শনিবার পাঞ্জাবের ভাটিন্ডায় মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙল করল একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। স্থানীয় পুলিশ জানিয়েছেন যে রামমান মান্ডির একটি পাবলিক পার্কে কিছু অজ্ঞাত ব্যক্তি মহাত্মা গান্ধীর মূর্তি ভাংচুর করেছে। পুলিশ এও জানিয়েছে যে বৃহস্পতিবার মাঝ রাতে ঘটনাটি ঘটেছে এবং রমমান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে ভাংচুরের তীব্র নিন্দা করেছে।

ভাটিন্ডায় ভাঙল গান্ধী মূর্তি, দুষ্কৃিতীদের খুঁজছে পুলিশ

স্টেশন হাউস অফিসার (সদর) হরজোত সিং মান বলেছেন, "কিছু দুষ্কৃিতীদের ভাটিন্ডার রামা মান্ডির একটি পাবলিক পার্কে মহাত্মা গান্ধীর একটি মূর্তি ভাংচুর করেছে। আমরা ভারতীয় দণ্ডবিধির ৩৭৯, ৪২৭ ধারার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।" এদিকে, জেলা শহর কংগ্রেসের সভাপতি অশোক কুমার সিংলা ঘটনার নেপথ্যে থাকা দুষ্কৃিতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তারা আশ্বস্ত করে বলেছেন যে তারা শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করবেন এবং তাদের সনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষাও করা হচ্ছে। বুধবার, কানাডার রিচমন্ড হিলের বিষ্ণু মন্দিরে অবস্থিত মহাত্মা গান্ধীর একটি মূর্তি ভাঙচুর করা হয়েছিল। স্থানীয় পুলিশ জানিয়েছিল, গ্রাফিক শব্দ দিয়ে মূর্তিটিকে বিকৃত করা হয়েছে এবং তারা ঘটনাটির তদন্ত করছে।

টরন্টোতে ভারতের কনস্যুলেট জেনারেল এবং অটোয়াতে ভারতের হাই কমিশন এই ঘটনার নিন্দা করেছে এবং টুইটারে বলেছে যে তারা অপরাধের বিষয়ে কানাডার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছে।
ইয়র্ক আঞ্চলিক পুলিশের মুখপাত্র কনস্টেবল অ্যামি বউড্রেউ বলেছেন, "আমরা ঘৃণামূলক অপরাধের সমস্ত ঘটনা জোরালোভাবে তদন্ত করি, এক্ষেত্রেও তার অন্যথা হবে না।"

২০১৯ সালে ভেঙে ফেলা হয়েছিল বিদ্যাসাগরের মূর্তি। বিজেপি তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে গিয়ে নিজেরাই চাপে পড়ে গিয়েছিল। কলকাতার বুকে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিকে কালিমালিপ্ত করা হয়। অভিযোগ ওঠে অতি-বামপন্থী সমর্থকদের দিকে। রাজ্যের তৃণমূল কংগ্রেস ঘটনার নিন্দা করলেও পরে শ্যামাপ্রসাদের নতুন মূর্তি প্রতিষ্ঠা করে। কিন্তু সেবারে প্রতিক্রিয়ার মাত্রা এতটা বেশি হয়নি। নকশাল আমলেও বিদ্যাসাগরের মূর্তির ধড়ের উপর থেকে মুন্ডু উড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

তবে ভাটিন্ডায় এমন ঘটনা কেন ঘটল সেটা বলা মুশকিল। কারণ পাঞ্জাবে এসব ঘটনা ঘটেনা। মহাত্মাকে নিয়ে এধরণের ঘটনা আরই নয়। তাই এটা অনভেপ্রিত তা বলা যেতেই পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে এটা আবারও সেই বিজেপির কাণ্ড হলেও হতে পারে, কারণ তাঁরা এই বছরের নির্বাচনে জিততে পারেনি। কিছু এটা বিষয়কে হাতিয়ার করে তাঁরা রাজ্যে এমন কিছু করার চেষ্টা করতেও পারে।

English summary
miscreants vandalized gandhiji statue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X