For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেটে শুধু লম্বা লম্বা কথা অর্থমন্ত্রীর, আয়-ব্যয়ের হিসেব নেই, প্রতিক্রিয়া ইয়েচুরির

বাজেটের নামে লম্বা ভাষণ শুনলাম, এ ভাষণ আদতে বাজেটের ভাষণ নয়। আয়-ব্যয়ের কিছুই হিসাব পেলাম না এত লম্বা বক্তৃতায়। দেশের অর্থনীতি ডুবছে।

  • |
Google Oneindia Bengali News

বাজেটের নামে লম্বা ভাষণ শুনলাম, এ ভাষণ আদতে বাজেটের ভাষণ নয়। আয়-ব্যয়ের কিছুই হিসাব পেলাম না এত লম্বা বক্তৃতায়। দেশের অর্থনীতি ডুবছে। সেই ডুবতে থাকা অর্থনীতিকে টেনে তোলার কোনও দিশা নেই বাজেটে। বাজেট ভাষণ শেষে এমনই প্রতিক্রিয়া জানালেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

বাজেটে শুধু লম্বা লম্বা কথা, আয়-ব্যয়ের হিসেব নেই

শুক্রবার নির্মলা সীতারামনের পেশ করা কেন্দ্রীয় বাজেটের নিন্দা জানিয়ে সিপিএমের সাধারণ সম্পাদকের প্রতিক্রিয়া। এটি বাজেট বক্তৃতা নয়, মামুলি ভাষণ। জনগণ যে সমস্যার মুখোমুখি হচ্ছে, তা সমাধানের কোনও ইঙ্গিত নেই এই বাজেট বক্তৃতায়। শুধু শুধু তিন ঘণ্টা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ উপস্থাপিত বাজেটের প্রতিক্রিয়ায় সীতারাম ইয়েচুরি আরও বলেন, এই বাজেট জনগণের দুর্দশা ঘোচাতে পারবে না। এই বাজেট স্রেফ ভাঁওতা। কেবল চক্রান্ত ও স্লোগান ছাড়া কিছু নেই বাজেট-ভাষণে। জনগণের দুর্দশা, ক্রমবর্ধমান বেকারত্ব, গ্রামীণ মজুরি, দুর্ঘটনা, কৃষকের দুরবস্থা, আত্মহত্যা এবং মূল্যবৃদ্ধি কমানোর কোনও বার্তা নেই।

এদিন টুইট করে সীতারাম ইয়েচুরি নির্মলা সীতারামনের সময় নষ্টের বাজেটকে ধুয়ে দিলেন। তিনি বলেন, এ বাজেটে মানুষ ভাঁওতা ছাড়া কিছুই পাবে না। শুধু ভাষণ দিয়েই গেলেন অর্থমন্ত্রী। লম্বা ভাষণে আয়-ব্যয়ের কোনও হিসেব নেই। শুধু কথার জাল বিছনো আছে।

English summary
CPM general Secretary Sitaram Yechuri reacts this budget has not others except only lengthy speech. He criticizes FM Nirmala Sitharaman's Budget speech.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X