For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হুমকির মুখে পাকিস্তানে থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য শিখ হলেন রাজনীতিবিদ

Google Oneindia Bengali News

হুমকির মুখে পড়ে পাকিস্তান থেকে পালিয়ে আসতে বাধ্য হলেন সেই দেশের এক শিখ রাজনীতিবিদ। গতমাসেই রাদেশ সিং টোনি নামে সেই রাজনীতিবিদকে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তুলে নিয়ে গিয়ে তাঁর উপর অত্যাচার চালিয়েছিল বলে অভিযোগ। এরপরও চলতি মাসে ক্রমাগত হুমকি পাওয়াতে শেষ পর্যন্ত আর উপায় না দেখে তিনি ভারতে পালিয়ে আসতে বাধ্য হন।

রাদেশের উপর হওয়া অত্যাচার

রাদেশের উপর হওয়া অত্যাচার

রাদেশের উপর হওয়া অত্যাচার নিয়ে বলতে গিয়ে শিরোমণি অকালি দল নেতা মনজিন্দর সিং সিসরা বলেন, '২০১৮ সালে পাকিস্তানের পেশাওয়ার থেকে সাধারণ নির্বাচনে লড়েছিলেন রাদেশ সিং টোনি। তাঁরে গতমাসে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তুলে নিয়ে গিয়ে তাঁর উপর অত্যাচার চালিয়েছিল। এরপরও চলতি মাসে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। তাই সে বাধ্য হয়ে পাকিস্তান ছেড়ে এদেশে চলে এসেছে।'

সাহায্য চেয়ে মুখ খোলেন টোনি

সাহায্য চেয়ে মুখ খোলেন টোনি

বুধবার এই বিষয়ে টোনি নিজে মুখ খোলেন। একটি ভিডিও মেসেজ টুইট করে শিখ সমাজের কাছে তাঁর এবং তাঁর পরিবারের জন্যে একটি নিরাপদ স্থান খুঁজে দেওয়ার আবেদন জানান। ৪৫ সেকেন্ডের ভিডিওটিতে টোনিকে বলতে শোনা যায়, 'আমার জীবন বিপন্ন ছিল। তাই আমার পক্ষে সেদেশ থেকে পালিয়ে আসা ছাড়া আর উপায় ছিল না। আমি আমার সন্তান ও পরিবারের ভবিষ্যৎ নরাপদ করতে চাই। এখনও আমি পাকিস্তান থেকে হুমকি পেয়ে চলেছি।'

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরেও টোনি

রাদেশের এই ভিডিওটি রিটুইট করেছেন পাকিস্তানের মানবাধিকার কর্মী জার আলি খান আফ্রিদি। পাকিস্তানের একটি দৈনিক পত্রিকার খবর অনুযায়ী টোনি সেদেশের শিখ সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। খাইবার পাখতুনওয়ার পাকিস্তান সংখ্যালঘু জোটের সভাপতিও ছিলেন তিনি।

এরম ঘটনা এই প্রথম নয়

এরম ঘটনা এই প্রথম নয়

তবে পাকিস্তান থেকে শিখ রাজনীতিবিদদের ভারতে পালিয়ে আসার ঘটনা এই প্রথম নয়। এর আগেও সেদেশএর ক্ষমতাশীন দল ইমরানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফের সদস্য বলদেব কুমার পালিয়ে ভারতে চলে এসেছিলেন। তাঁরও সেই একই অভইযোগ ছিল টোনির মতো।

English summary
Sikh leader forced to flee Pakistan and come to india following threats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X