For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনীতিতে দু'কূল হারিয়ে রাহুল স্মরণে সিধু! চলল রুদ্ধদ্বার ১ ঘণ্টার বৈঠক

একটা সময় বিজেপির ভাবধারায় ছিল তাঁর কট্টর বিশ্বাস। এরপরই মোদী বিরোধিতার জেরে বিজেপি ছেড়ে চলে যান সিধু। তারপর যোগ দিয়েছিলেন কংগ্রেসে। পঞ্জাব কংগ্রেসের অন্যতম তারকা থেকে হয়ে ওঠেন মন্ত্রী।

Google Oneindia Bengali News

একটা সময় বিজেপির ভাবধারায় ছিল তাঁর কট্টর বিশ্বাস। এরপরই মোদী বিরোধিতার জেরে বিজেপি ছেড়ে চলে যান সিধু। তারপর যোগ দিয়েছিলেন কংগ্রেসে। পঞ্জাব কংগ্রেসের অন্যতম তারকা থেকে হয়ে ওঠেন মন্ত্রী। তবে কংগ্রেস শাসিত সেই পাঞ্জাব মন্ত্রিসভায় এখন কোণঠাসা সিধু। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়ে দেন 'হয় আমি থাকব মন্ত্রিসভায় নয় সিধু'।

রাজনীতিতে দুকূল হারিয়ে রাহুল স্মরণে সিধু! চলল রুদ্ধদ্বার ১ ঘণ্টার বৈঠক

পঞ্জাব মন্ত্রীসভার পর্যটন বিভাগের মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সিধুকে। এরপরই পঞ্জাব মন্ত্রিসভার বিশেষ বৈঠকেও ডাকা হয়নি তাঁকে। এরপরই দিল্লি পৌঁছে যান সিধু। দেখা করেন, রাহুল গান্ধীর সঙ্গে। কংগ্রেস সভাপতি ছাড়াও , তিনি প্রিয়ঙ্কা গান্ধী ও আহমেদ প্যটেলের সঙ্গেও দেখা করেন সিধু। তবে তাতে কংগ্রেসর অন্দরে সিধুকে নিয়ে জমাট বাঁধা বরফ গলেছে কি না তা নিয়ে রয়েছে সন্দেহ।

[আরও পড়ুন: নগদ ১০ লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে তুললে দিতে হবে কর, নয়া নিয়ম চালু করতে চলেছে মোদী সরকার][আরও পড়ুন: নগদ ১০ লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে তুললে দিতে হবে কর, নয়া নিয়ম চালু করতে চলেছে মোদী সরকার]

তবে পাঞ্জাব নিয়ে একটি রিপোর্ট সিধু রাহুলকে জমা দিয়েছেন বলে খবর। প্রসঙ্গত, বার বার পাকিস্তানের দিকে সিধুর ঝুঁকে থাকাকে কোথাও মানতে পারছেন না সেনার প্রাক্তন জওয়ান ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। সূত্রের দাবি, সিধু গতিবিধি নিয়েও আপত্তি রয়েছে অমরিন্দরের, সেই দেখেই সম্পর্কের ফাটল,আর সেই ফাটলই নান অছিলায় বড় আকার নিয়েছে।

[আরও পড়ুন: বাংলার অশান্তি নিয়ে কেন্দ্রের ভর্ৎসনার পাল্টা জবাব 'পরিস্থিতি নিয়ন্ত্রণে'! আর কী জানাল মমতার সরকার][আরও পড়ুন: বাংলার অশান্তি নিয়ে কেন্দ্রের ভর্ৎসনার পাল্টা জবাব 'পরিস্থিতি নিয়ন্ত্রণে'! আর কী জানাল মমতার সরকার]

English summary
Sidhu meets Rahul Gandhi after he gets cornered in Punjab Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X