For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীন ভারতের প্রথম ভোটার ভোট দেবেন হিমাচলপ্রদেশে, বয়স কত জানেন

শ্যাম সরণ নেগি। এমনিতে নাম বললে চেনার কথা নয়। তবে তিনি বিশেষ ব্যক্তি অবশ্যই। শ্যাম সরণ স্বাধীন ভারতের প্রথম ভোটার বলে পরিচিত। তিনি যাতে ভোট দিতে পারেন সেজন্য কিন্নৌর জেলা প্রশাসন গাড়ির ব্যবস্থা করেছে।

  • |
Google Oneindia Bengali News

আর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে হিমাচলপ্রদেশের বিধানসভা ভোট। বিজেপি না কংগ্রেস কোন দল বাজিমাত করবে তা নিয়ে আগ্রহ তো রয়েইছে, তবে তার পাশাপাশি আরও একজনকে নিয়ে আমজনতার আগ্রহ রয়েছে। তিনি হলেন শ্যাম সরণ নেগি।

স্বাধীন ভারতের প্রথম ভোটার ভোট দেবেন হিমাচলপ্রদেশে

এমনিতে নাম বললে চেনার কথা নয়। তবে তিনি বিশেষ ব্যক্তি অবশ্যই। শ্যাম সরণ স্বাধীন ভারতের প্রথম ভোটার বলে পরিচিত। এই মুহূর্তে তিনি শতায়ু পার করে ফেলেছেন। তিনি যাতে ভোট দিতে পারেন সেজন্য কিন্নৌর জেলা প্রশাসন বিশেষ গাড়ির ব্যবস্থা করেছে।

অক্সফোর্ড ডিকশনারিতে জায়গা পেল 'দাদাগিরি', জানুন আর কোন অদভূত ভারতীয় শব্দ পরিচয় পেল

শ্যাম সরণকে ভোটের দিন গাড়িতে করে ভোট দিতে নিয়ে যাওয়া হবে। সেখানে স্বাগত জানানোর নানা ব্যবস্থা থাকবে। ভোট দেওয়া হয়ে গেলে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

স্বাধীন ভারতের প্রথম ভোটার ভোট দেবেন হিমাচলপ্রদেশে, বয়স কত জানেন

শ্যাম সরণকে নিয়ে ২০১৪ সালে লোকসভা ভোটের সময় গুগল একটি ভিডিও তৈরি করে। তারপর থেকেই তিনি বিখ্যাত। পেশায় স্কুল শিক্ষকতা করা নেগি ১৯৫১ সালের ২৫ অক্টোবর প্রথমবার ভোট দেন এই কিন্নৌরেই। পরে ধাপে ধাপে সারা দেশে ভোট হতে হতে ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাস গড়িয়ে গিয়েছিল। সেবার স্বাধীন ভারতে তিনি প্রথম ভোট দিয়ে রেকর্ড গড়েন।

প্রসঙ্গত, হিমাচলপ্রদেশে আগামী ৯ নভেম্বর ভোট হবে। মূলত লড়াই হবে কংগ্রেস ও বিজেপির মধ্যে। ভোটের ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৮ ডিসেম্বর।

English summary
Shyam Saran Negi, Independent India’s First Voter To Cast Vote in Himachal Pradesh Assembly Elections 2017
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X