For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাম ছাড়িয়েছে কিলো প্রতি একশো, টম্যাটো পাহারা দিচ্ছে তাই নিরাপত্তারক্ষী, কোন রাজ্যে ঘটল এমন ঘটনা

মধ্যপ্রদেশের ইন্দৌরের সবজি মান্ডিতে টম্যাটোর পাহারায় নিয়োগ করা হয়েছে বন্দুকধারীয় নিরাপত্তারক্ষীদের।

  • |
Google Oneindia Bengali News

সারা দেশে টম্যাটোর দাম ঊর্ধ্বমুখী। কিলো প্রতি যেখানে ৩০-৪০ টাকায় এতদিন বিক্রি হচ্ছিল, সেখানে এখন তা একশো টাকা ছাড়িয়ে গিয়েছে। আরও দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ দুর্মূল্যের বাজারে টম্যাটো আরও আমজনতার হাতের বাইরে চলে যাচ্ছে।

দাম ছাড়িয়েছে কিলো প্রতি একশো, টম্যাটোর রক্ষায় মোতায়েন প্রহরী

আর কোনও জিনিস যদি দুর্মূল্য হয় তাহলে তা ছিনিয়ে নেওয়ার লোকও জুটে যায়। ঠিক যেমন কয়েকদিন আগে মুম্বইয়ের একটি দোকান থেকে ৩০০ কেজি টম্যাটো চুরি গিয়েছিল। এখনও তার কিনারা করা যায়নি।

সেই দেখে মধ্যপ্রদেশের ইন্দৌরের ব্যবসায়ীরা আর ঝুঁকি নেননি। সেখানকার সবজি মান্ডিতে টম্যাটোর পাহারায় নিয়োগ করা হয়েছে বন্দুকধারীয় নিরাপত্তারক্ষীদের। সারাক্ষণ টম্যাটোর দিকে কড়া নজর রেখে চলেছেন সকলে।

ব্যবসায়ীরা জানাচ্ছেন, আগে মাসে ৬ থেকে ৭ হাজার ক্যারেট টম্যাটো আসত। এখন মেরেকেটে ১২০০ ক্যারেট টম্যাটোও আসছে না। ফলে দাম যেমন বেড়েছে একইসঙ্গে টম্যাটো দুর্মূল্যও হয়েছে।

English summary
Shopkeepers recruited Arms guard for tomatoes security in Indore, Madhya Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X