
চমকে দেওয়া ভিডিও: ট্রেনের রান্নাঘরেই প্রস্রাব এক ব্যক্তির
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় রেলকে বিশ্বস্তরে নিয়ে যাওয়ার জন্য কী করণীয় তা ভাবতে ব্যস্ত এদিকে, ট্রেনের ন্যুনতম পরিচ্ছন্নতা ও পরিকাঠামো টুকুর মান নিয়েও প্রশ্ন রয়ে গিয়েছে।
সপ্তাহ খানেক আগে মিডিয়া রিপোর্টে প্রকাশিত হয়েছিল শৌচাগারের জল ট্রেনের খাবারে ব্যবহার করা হচ্ছে। তবে আজ যে খহবরটি পাওয়া গিয়েছে তাতে তো চোখ কপালে উঠেছে।

সিএনএন আইবিএন-এর একটি ভিডিও অনুসারে ট্রেনের খাবার এবং রান্নার সামগ্রী যেখানে রাখা হয় তার পাশেই একজন প্রস্রাব করছে। শুধু তাই নয়, কেন রান্নাঘরে তিনি প্রস্রাব করছেন এই প্রশ্ন করা হলে তিনি বলে, 'জরুরী অবস্থায় করেছি। এখানে কোনও শৌচাগার নেই। খুব প্রয়োজন হলে তখন কী করব?'
রেলেরই অন্য একটি রান্নাঘরে খাবার দাবার উন্মুক্তভাবে পড়ে থাকতেও দেখা গিয়েছে। এই প্রথম নয়, এর আগেও বহুবার ভারতীয় রেলের এমন নিরুদ্যম মনোভাব দেখা গিয়েছে।