For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে সরকারি চাকরির অধিকার শুধুমাত্র রাজ্যের যুব সমাজের! নয়া সিদ্ধান্তের পথে শিবরাজ সিং চৌহান

রাজ্যে সরকারি চাকরির অধিকার শুধুমাত্র রাজ্যের যুব সমাজের! নয়া সিদ্ধান্তের পথে শিবরাজ সিং চৌহান

  • |
Google Oneindia Bengali News

সরকারি চাকরির ক্ষেত্রে এবার যুগান্তকারী সিদ্ধান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। সূত্রের খবর, রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে রাজ্যের বাসিন্দাদের অধিকার সুনিশ্চিত করতে এই নতুন পথে হাঁটতে চলেছেন শিবরাজ। নতুন নিয়ম অনুযায়ী, রাজ্যবাসীদের রাজ্যে পাওয়া সরকারি চাকরির ক্ষেত্রে আসন সংরক্ষণ করা হবে রাজ্যের যুবকদের জন্যই।

রাজ্যে সরকারি চাকরির অধিকার শুধুমাত্র রাজ্যের যুব সমাজের! নয়া সিদ্ধান্তের পথে শিবরাজ সিং চৌহান


মঙ্গলবারই এই নতুন নিয়ম কার্যকর করতে সবুজ সংকেত দিয়েছে শিবরাজ প্রশাসন। মধ্যপ্রদেশের যুব সমাজকেই শুধুমাত্র রাজ্যে উপলব্ধ সরকারি চাকরি দিতে আইনি পদক্ষেপও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে কমলনাথ সরকারের আমলে স্থানীয়দের জন্য ৭০ শতাংশ রোজগার নিশ্চিত করতে আইনি সংস্কারের পথে হেঁটে ছিল প্রশাসন। সোজা কথায় পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী, শিল্পপতিরা যদি রাজ্যের ৭০ শতাংশ যুবদের চাকরি দেয়, তাহলেই তাঁদের জন্য বিশেষ সুবিধা আর কর ছাড় দেওয়া হবে বলে জানানো হয়।

এদিকে বর্তমানে আগের সরকারের সিদ্ধান্ত থেকে আরও এককাঠি উপরে উঠে রাজ্যে উপলব্ধ সমস্ত সরকারি চাকরি রাজ্যের যুবকদের জন্য সংরক্ষণ করার সিদ্ধান্ত নিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের বেশ কিছু মন্ত্রী ও একাধিক বরিষ্ঠ আধিকারিকদের সাথে তিনি বৈঠক করেন বলেও জানা যাচ্ছেই। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর। এই পদ্ধতির বাস্তবায়ন হলে আগামীতে রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নম্বরের ভিত্তিতে কর্মসংস্থানের নতুন দিশা খোলা সম্ভব হবে বলেও জানাচ্ছেন পদ্ম শিবিরের এই মুখ্যমন্ত্রী।

English summary
Shivraj Singh Chauhan decided to reserve government jobs for the people of the state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X