For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“বিজেপি ব্যর্থ হলে মহারাষ্ট্রে সরকার গঠন করবে শিবসেনা” : শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত

“বিজেপি ব্যর্থ হলে মহারাষ্ট্রে সরকার গঠন করবে শিবসেনা” : শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত

  • |
Google Oneindia Bengali News

শিবসেনার সাথে বিজেপির সম্পর্কের তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছে যে একসাথে সরকার গঠন তো দুরস্ত, কোনও আলোচনার রাস্তাতেই হাঁটতে নারাজ সেনা শিবির। শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বিজেপির প্রতি ক্ষুব্ধ হয়ে বলেন, ভোটের আগে 'ফিফটি:ফিফটি’ চুক্তি হওয়া সত্ত্বেও বিজেপি এখন বেঁকে বসেছে। রবিবার তিনি একপ্রকার হুমকির সুরেই বলেন, গেরুয়া শিবির যদি সরকার গঠন না করতে পারে, তাহলে তাদের দলই সরকার গঠন করবে মহারাষ্ট্রে।

“বিজেপি ব্যর্থ হলে মহারাষ্ট্রে সরকার গঠন করবে শিবসেনা” : শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত


মুম্বইয়ে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেন, "রাজ্যপাল বিজেপি কে সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছে। আমরা আগেই বলেছি মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে এই অস্থিরতা আমরা শেষ করতে চাই। নির্বাচনী ফল ঘোষণার ১৫দিন কেটে গেলেও বিজেপি এই অনিশ্চয়তা রোধে কিছুই করে উঠতে পারেনি এখনও। এরপরেও বিজেপি যদি ব্যর্থ হয়, তাহলে শিবসেনা সরকার গঠনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে।"

বিজেপিকে একপ্রকার তুলোধোনা করে তিনি বলেন , তাঁর দল রাজনীতি করতে কোনও রাজনৈতিক 'বোঝাপড়া' তে বিশ্বাসী নয়। শিবসেনার অভিধানে 'সমঝোতা' বলে কোনও শব্দের অস্তিত্ব নেই।

রামমন্দির প্রসঙ্গেও তিনি বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, "শিবসেনা এই রায়কে স্বাগত জানায়, রামমন্দির সম্পর্কিত কোনও কিছুই কোনও নির্দিষ্ট দলের না, এটা গোটা দেশের বিষয়। বহু শিব সৈনিক অতীতে রাম মন্দির আন্দোলনে প্রচুর অবদান রেখেছে।"

এদিকে বিজেপির তীব্র সমালোচনা শিবসেনার মুখপত্র সামনা বিজেপিকে স্বৈরাচারী হিটলারের সাথেও তুলনা করে। এদিকে সামনার সম্পাদকীয়তে যদিও বিজেপিকে ছাড়াই শিবসেনার সরকার গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির(এনসিপি) বর্ষীয়ান নেতা শরদ পাওয়ারের সাথে জোট সরকার গঠনের আভাস পাওয়াও যাচ্ছে। এদিকে সূত্রের খবর, পাশাপাশি শিবসেনার সঙ্গে জোট নিয়ে কংগ্রেসের অনেক বিধায়কই সোনিয়া গান্ধীর সাথে ইতিমধ্যেই কথা বলেছেন বলে জানা যাচ্ছে।

English summary
Shiv Sena MP Sanjay Raut saught against BJP in Damascus to form government in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X