For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভোটের রঙ্গ দেখবে কত এ দুনিয়ায়', ষোলতম লোকসভার শেষদিনে যা দেখাল শিবসেনা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একের পর এক বৈঠক। মাঝে আবার নরেন্দ্র মোদী, অমিত শাহ-দের হুমকি। পাঁচ বছর ধরে মোদী বিরোধিতায় গলা চড়ানো। সবই ছিল।

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একের পর এক বৈঠক। মাঝে আবার নরেন্দ্র মোদী, অমিত শাহ-দের হুমকি। পাঁচ বছর ধরে মোদী বিরোধিতায় গলা চড়ানো। সবই ছিল। এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধিতাকেো সমর্থন। দিল্লিতে চন্দ্রবাবু নাইডু-র অনশন মঞ্চেও হাজির। কিন্তু, ষোলতম লোকসভার সমাপ্তি ভাষণে শিবসেনা যা বলল তাতে চোখ কপালে রাজনীতির কারবারিদের। কারণ, শিবসেনা দাবি করেছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরছে ন্য়াশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ।

ভোটের রঙ্গ দেখবে কত এ দুনিয়ায়, ষোলতম লোকসভার শেষদিনে যা দেখাল শিবসেনা

শিবসেনা এই এনডিএ-র অন্যতম শরিক। কিন্তু, মহারাষ্ট্রে বিজেপি-র সরকার গঠনের পর থেকেই শিবসেনার সঙ্গে দূরত্ব বেড়েছে মোদী, অমিত-দের। মোদী বিরোধিতার জোটেও শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের আনাগোনা। সম্প্রতি মহারাষ্ট্রে আসন রফা নিয়েও বিজেপি-র সঙ্গে শিবসেনার দর কষাকষি হয়। এই আসন রফা নিয়েও একপ্রস্থ নাটক হয়েছে। কিন্তু, উদ্ভব ঠাকরের সঙ্গে মোদী বিরোধীদের ভালো সংযোগ শিবসেনার গ্রহণযোগ্যতাকে কমতে দেয়নি। তবে, লোকসভার সমাপ্তি আসনে শিবসেনার সাংসদ আনন্দরাও আদসুলের মন্তব্য আপাতত পরিষ্কার করে দিল যে তাঁরা এনডিএ-এর অবিচ্ছেদ্য অঙ্গ হয়েই দেশের ১৭ তম লোকসভায় সরকার গড়তে আগ্রহী। আনন্দরাও আদসুল বলেন, 'আমরা আশা রাখি সংখ্য়া গরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরবে এনডিএ'। শিবসেনা সাংসদের মন্তব্যে ট্রেজারি বেঞ্চ থেকে হাততালি পড়তে শুরু করে।

শুধু শিবসেনা-ই নয় এদিন লোকসভায় সকলের নজর ছিল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি-র দিকেও। কারণ, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বিজেপি-র সঙ্গে জোট ভেঙে বিধানসভা ভোটে গিয়েছিল। কিন্তু, দলের প্রধান টিএসআর লোকসভা নির্বাচনের ফলের দিকে তাকিয়ে রয়েছেন এবং বিজেপি-র দিকেই ঝুঁকে রয়েছেন তিনি। এদিন লোকসভায়

English summary
It is Politics! After Shiv Sena's stand people will realise how politics is full of drama! Because Shiv Sena stated in LS on Wednesday that NDA will comeback to the power with majority.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X