কংগ্রেসের জোটে থেকেও অযোধ্যায় রামমন্দিরের দাবি, ট্রাস্টে অন্তর্ভুক্তির দাবি শিবসেনার
অযোধ্যায় রামমন্দির নির্মাণে শরিক হতে চায় মহারাষ্ট্রের কংগ্রেস সমর্থিত সরকারের মুখ্যমন্ত্রীর দল শিবসেনা। এব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে তারা। চিঠিতে ১৫ সদস্যের রাম মন্দির ট্রাস্টে শিবসেনাকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

৭ মার্চ অযোধ্যা যাচ্ছেন উদ্ধব ঠাকরে
৭ মার্চ অযোধ্যায় যাচ্ছেন শিবসেনা সুপ্রিমো তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তার আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের নেতৃত্বে এক প্রতিনিধিদল ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গিয়েছে।

সরকারের ১০০ দিনে অযোধ্যায় উদ্ধব
২২ জানুয়ারি শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়েছিলেন মহারাষ্ট্র সরকারের ১০০ দিন পূর্তিতে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে অযোধ্যায় যাবেন। রামলালা পরিদর্শনের পাশাপাশি তিনি সরয়ূ নদীর তীরে আরতি করবেন বলেও জানিয়েছিলেন তিনি।

উদ্ধব ঠাকরে আগেও গিয়েছিলেন অযোধ্যায়
উদ্ধব ঠাকরে, ছেলে আদিত্য ঠাকরে, ১৮ জন শিবসেনা সাংসদকে সঙ্গে নিয়ে ২০১৯-এর জুনে অযোধ্যায় গিয়েছিলেন। রামলালা মন্দিরে প্রার্থনাও করেছিলেন তাঁরা।

রাম মন্দির ট্রাস্টে শিবসেনাকে অন্তর্ভুক্তির দাবি
শুক্রবার শিবসেনা নেতা প্রতাপ সারনায়েক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে দাবি করেছেন, ১৫ সদস্যের রাম মন্দির ট্রাস্টে শিবসেনাকে অন্তর্ভুক্ত করতে হবে। এব্যাপারে তিনি রাম জন্মভূমি আন্দোলনে শিবসেনার অবদানের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। শিবসেনা নেতা আরও দাবি করেছেন শিবসেনার প্রতিষ্ঠাতা বালসাহেব ঠাকরে বাবরি মসজিদ ধ্বংসের কৃতিত্ব দাবি করেছিলেন।

৫ ফেব্রুয়ারি রাম মন্দির ট্রাস্টের ঘোষণা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্রকে রাম জন্মভূমি ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির প্রধান করা হয়েছে। প্রসঙ্গত রাম মন্দির ট্রাস্ট অযোধ্যায় রামমন্দির তৈরি কাজ পর্যবেক্ষণ করছে। ট্রাস্টের বৈঠকে মহান্ত নিত্য গোপাল দাসকে প্রেসিডেন্ট এবং চম্পত রাইকে রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক করা হয়। রামমন্দির ট্রাস্ট রামমন্দির তৈরির তারিখ চূড়ান্ত করবে। ৫ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর সরকার এই ট্রাস্ট তৈরির কথা ঘোষণা করেছিল।

মত নিয়েই মতদানের লড়াইয়ে নামবে বিজেপি, পুরুলিয়ায় শুরু 'মিশন ১২ প্লাস’ কর্মসূচি