For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনতার মত নিয়েই মতদানে বঙ্গ বিজেপি, পুরুলিয়ায় শুরু ‘মিশন ১২ প্লাস’ কর্মসূচি

মত নিয়েই মতদানের লড়াইয়ে নামবে বিজেপি, পুরুলিয়ায় শুরু ‘মিশন ১২ প্লাস’ কর্মসূচি

Google Oneindia Bengali News

জনতার মত নিয়েই মতদানের যুদ্ধে নামতে চলেছে বঙ্গ বিজেপি। জনতার ইস্তাহারেই পুরুলিয়া ভোট চাইছে বিজেপি। পুরভোটের আগে তাই স্লোগানও তৈরি। পুরুলিয়া বিজেপির নয়া স্লোগান 'আগে মত, তারপর মতদান'। 'আপনার রায়' শিরোনামে ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিজেপি কর্মীরা। এই প্রচারের মাধ্যমে জনসংযোগ ঘটানোই মূল লক্ষ্য বিজেপির।

বিজেপি শুরু করছে ‘মিশন ১২ প্লাস’

বিজেপি শুরু করছে ‘মিশন ১২ প্লাস’

পুরুলিয়া পুরসভা এলাকায় বিজেপি শুরু করছে ‘মিশন ১২ প্লাস' কর্মসূচি। এই কর্মসূচিতেই বিজেপি ওই ফর্ম পূরণ করাবে। বিজেপি জানতে চাইবে, পুর পরিষেবা আর কী কী প্রত্যাশা। সেই প্রত্যাশা মেনেই ইস্তাহার তৈরি করবে বিজেপি। পুরুলিয়া শহরে এক কর্মসূচির আয়োজন করে এই নয়া কর্মসূচির কথা ঘোষণা করা হয়।

বিজেপি জেলা সভাপতি ‘মিশন ১২ প্লাস’ প্রসঙ্গে

বিজেপি জেলা সভাপতি ‘মিশন ১২ প্লাস’ প্রসঙ্গে

বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী ‘মিশন ১২ প্লাস' প্রসঙ্গে জানান, পুরুলিয়া পুরসভায় মোট ওয়ার্ড সংখ্যা ২৩। তাই পুরসভার দখল নিতে ম্যাজিক ফিগার ১২। ১২টি ওয়ার্ডে জয়ের নিশানায় ঝাঁপিয়ে পড়তেই নয়া কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। মানুষের মত নিয়ে মতদানের ইস্তাহার তৈরি করবে বিজেপি।

মানুষের মত জানতেই ‘আপনার রায়’

মানুষের মত জানতেই ‘আপনার রায়’

বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে, আমরা পুরবোর্ডে কীভাবে কাজ করব, কীভাবে উন্নয়ন করব, তা ঠিক করবে জনতাই। তাই আমরা মত নিতে যাব বাড়ি বাড়ি। আসলে আমরা কিছুই চাপিয়ে দিতে চাই না। মানুষের কথা মেনে কাজ করতে চাই। তাই মানুষের মত জানতেই ‘আপনার রায়' ফর্ম পূরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

‘আপনার রায়’ শীর্ষক ফর্মে কী থাকবে

‘আপনার রায়’ শীর্ষক ফর্মে কী থাকবে

‘আপনার রায়' শীর্ষক ওই ফর্মে থাকবে, নাম, ওয়ার্ড, মোবাইল নম্বর, পাঁচ দাবি লেখার জায়গা। তা পূরণ করে দিতে হবে। এই মশন সফল করতে বিজেপি ঝাঁপিয়ে পড়ছে। শুধু বাড়ি বাড়ি ঘুরে প্রচারই নয়, ফেসবুকেও তুলে ধরা হবে এই কর্মসূচি। মোট কথা, সব মাধ্যম প্রয়োগ করেই মানুষের কাছে পৌঁছতে চাইছে বিজেপি।

English summary
BJP starts campaign ‘mission 12 plus’ in Purulia before Municipal Election. BJP is determined to occupy Purulia municipality
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X