For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্রৌপদী মুর্মুকে সমর্থন বিজেপির প্রাক্তন শরিকের, রাষ্ট্রপতি নির্বাচন বদলাচ্ছে সমীকরণ

বিরোধীরা ১৮ দল মিলে এক প্রার্থীকে বেছে নিয়েছে। তারপরই বিজেপির মাস্টারস্ট্রোক রাষ্টপতি পদপ্রার্থী মনোনয়নে। আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করেছে বিজেপি। তাতেই কেল্লাফলে। এক এক করে সমর্থন বাড়ছে তাঁর।

Google Oneindia Bengali News

বিরোধীরা ১৮ দল মিলে এক প্রার্থীকে বেছে নিয়েছে। তারপরই বিজেপির মাস্টারস্ট্রোক রাষ্টপতি পদপ্রার্থী মনোনয়নে। আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করেছে বিজেপি। তাতেই কেল্লাফলে। এক এক করে সমর্থন বাড়ছে তাঁর। বিরোধীদের তরফেও অনেকের সমর্থন দ্রৌপদী মুর্মুর দিকে এসেছে। এবার শিরোমণি অকালি দলও রাষ্ট্রপতি পদে তাঁকে সমর্থনের বার্তা দিল।

দ্রৌপদী মুর্মুকে সমর্থন বিজেপির প্রাক্তন শরিকের

শুক্রবার শিরোমণি অকালি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থনের জন্য দ্রৌপদী মুর্মুর আবেদন গ্রহণ করেছে। তাঁরা জানিয়েছে, সংখ্যালঘু, শোষিত ও অনগ্রসর শ্রেণির পাশাপাশি নারীর মর্যাদার প্রতীক দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু দেশের দরিদ্র এবং উপজাতীয় বিভাগের প্রতীক হিসাবে আবির্ভূত হয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে। এদিন বিকেলে মুর্মুর পক্ষে একটি প্রস্তাব পাস করে তারা এই বার্তা দিয়েছে।

শিরোমণি অকালি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংখ্যালঘুদের মন থেকে নিরাপত্তাহীনতা বোধ দূর করা এবং পাঞ্জাব তথা শিখদের জন্য ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিজেপির সঙ্গে আমাদের মতপার্থক্য এখনও রয়ে গেছে। শিরোমণি অকালি দল মানবতার সামনে রাখা আদর্শ দ্বারা অনুপ্রাণিত এবং পরিচালিত হয় সমাজের উপজাতীয় অংশগুলি-সহ দরিদ্র এবং সংখ্যালঘুদের সমর্থনে মহান গুরু সাহিবানের দ্বারা।

সুখবীর বাদলের নেতৃত্বাধীন শিরোমণির অকালি দলের কথায়, দ্রৌপদী মুর্মু শুধুমাত্র নারীদের মর্যাদার প্রতীকই নয়, দরিদ্র ও সংখ্যালঘুদেরও অন্তর্গত যাদের জন্য মহান গুরু সাহিবান সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।" তিন ঘণ্টা ধরে চলা আলোচনা শেষে কোর কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।

শিরোমণি অকালি দলের সভাপতি মুর্মুর সঙ্গে দেখা করেন। তাঁকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সমর্থন করার জন্য দলের সিদ্ধান্ত জানান। সমর্থনের জন্য শিরোমণি অকালি দলের সভাপতিকে ধন্যবাদ জানিয়েছেন দ্রৌপদী মুর্মু। এর আগে বিজেপি সভাপতি জেপি নাড্ডাও মুর্মু্র জন্য অকালি দলের সমর্থন চেয়ে সুখবীর সিং বাদলকে ফোন করেছিলেন। বাদল বিজেপি প্রধানকে বলেছিলেন যে কোর কমিটির সিনিয়র এসএডি নেতারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন।

এসএডি প্রধান বলেন, দলের মূল কমিটিও ধর্মীয় সহনশীলতা এবং বাক স্বাধীনতার মতো মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। দল কখনই তাদের মূল অ্যাজেন্ডা থেকে সরে যাবে না। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে দলের সামনে বিকল্প সীমিত। শিখদের এক নম্বর শত্রু কংগ্রেস এবং তার প্রত্যক্ষ ও পরোক্ষ মিত্রদের দ্বারা সমর্থিত প্রার্থীকে সমর্থন করার কথা পার্টি কখনই ভাবতে পারে না।

English summary
Shiromani Akali Dal supports for BJP’s Presidential candidature Draupadi Murmu.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X