For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে কোন পদে আসীন হলেন শিন্ডে - ফডনবিশরা? জেনে নিন

Array

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৯ অগাস্ট তার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। আজ জানা গেল তিনি নিজে নগর উন্নয়ন বিভাগ ধরে রেখেছেন এবং তার ডেপুটি দেবেন্দ্র ফডনবিশকে গুরুত্বপূর্ণ গৃহ ও অর্থ মন্ত্রীর পদ দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, শিন্ডে পরিবেশ দফতরঅ নিজের দায়িত্বে রেখেছেন যে পদে আগে ছিলেন আদিত্য ঠাকরে।

মহারাষ্ট্রে কোন পদে আসিন হলেন শিন্ডে - ফডনবিশরা? জেনে নিন

দলের বিধায়ক রাধাকৃষ্ণ ভিখে পাটিলকে নতুন রাজস্ব মন্ত্রী করা হয়েছে। ফলে বিজেপি সমস্ত বড় পদ পাচ্ছে বলে মনে করা হচ্ছে। তিনি পশুপালন ও দুগ্ধ উন্নয়ন বিভাগও পেয়েছেন। প্রবীণ বিজেপি বিধায়ক সুধীর মুনগান্টিওয়ার বনায়ন, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং মৎস্য চাষের দায়িত্ব পেয়েছেন, অন্যদিকে রাজ্যের প্রাক্তন প্রধান চন্দ্রকান্ত পাতিল উচ্চ ও প্রযুক্তিগত শিক্ষা, বস্ত্র শিল্প এবং সংসদীয় বিষয়ক বিভাগগুলি দেখবেন।

রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শিবসেনা বিধায়ক তানাজি সাওয়ান্ত। অন্য সেনা বিধায়ক আব্দুল সাতার এবং দীপক কেসরকরকে যথাক্রমে কৃষি এবং স্কুল শিক্ষা বিভাগ বরাদ্দ করা হয়েছে। গুলাবরাও পাতিল নতুন জল সরবরাহ ও স্যানিটেশন মন্ত্রী, সঞ্জয় রাঠোর খাদ্য ও ওষুধ প্রশাসন বিভাগের প্রধান হবেন।

বিজেপির গিরিশ মহাজন নতুন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী, এবং গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ এবং চিকিৎসা শিক্ষা বিভাগও দেখভাল করবেন। বিজেপি বিধায়ক বিজয়কুমার গাভিত আদিবাসী উন্নয়ন পরিচালনা করবেন এবং সেনা বিধায়ক উদয় সামন্ত নতুন শিল্পমন্ত্রী।

এই সপ্তাহের শুরুতে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার ৪০ দিনেরও বেশি সময় পরে শিন্ডে তার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছিলেন। প্রায় ১৮ জন নেতা - বিজেপি এবং শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা শিবির থেকে নয়জন - মহারাষ্ট্র মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।

বিদ্রোহের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে। শপথ নেওয়ার ৪০ দিন পর মহারাষ্ট্রের দুই সদস্যের মন্ত্রিসভার সম্প্রসারণ করা হল। মঙ্গলবার মহারাষ্ট্রের মন্ত্রিসভার ১৮ জন সদস্য শপথ নেন। দ্বিতীয় দফায় আরও কয়েকজন মন্ত্রী শপথ নেবেন বলে জানা গিয়েছে। ৩০ জুন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীশ শপথ নিয়েছিলেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও বিরোধী দলনেতা অজিত পাওয়ার উপস্থিত ছিলেন।

বিজেপি ও শিবসেনার শিন্ডে শিবিরের জোটে মহারাষ্ট্রের মন্ত্রিসভায় একাধিক বিতর্কিত বিধায়ক জায়গা করে নিয়েছেন। শিবসেনার বিধায়ক দীপক কেসারকর, শম্ভুরাজ দেশাই, আবদুল সত্তারের নাম টেট কেলেঙ্কারীর সঙ্গে যুক্ত হয়েছিল।

English summary
who gets which popst in maharashtra ministry just see that
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X