For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা মামলার জটে জড়িয়ে হিন্দু-মুসলিম একাধিক সংগঠন

অযোধ্যা মামলার জটে জড়িয়ে হিন্দু-মুসলিম একাধিক সংগঠন

Google Oneindia Bengali News

অযোধ্যার বিতর্কিত মামলায় দুই প্রতিপক্ষ কেবল হিন্দু আর মুসলিম নয়। দুই ধর্মের মধ্যেই রয়েছে একাধিক ভাগ। একাধিক মামলাকারী। একাধিক হিন্দু এবং মুসলিম সংগঠন এই মামলার আবেদনকারী। কাজেই শুধু মাত্র হিন্দু মুসলিমের লড়াই বলে এই মামলাকে এক কথায় ব্যাখ্যা করা যায় না।

একাধিক হিন্দু সংগঠনের মধ্যে লড়াই রয়েছে অযোধ্যা নিয়ে

একাধিক হিন্দু সংগঠনের মধ্যে লড়াই রয়েছে অযোধ্যা নিয়ে

রাম মন্দির তৈরি নিয়ে বিবাদ শুধুমাত্র মুসলিমদের সঙ্গে বিরোধ নেই হিন্দু সংগঠনের। নিজেদের ধর্মের একাধিক সংগঠনের মধ্যেই এই নিয়ে বিবাদ রয়েছে। মামলাকারীদের মধ্যেই রয়েছে দুটি পৃথক হিন্দু সংগঠন। রাম লাল্লা এবং নীলমণি আখারা। উভয়ই অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দিরের দাবি জানালেও তাঁদের উদ্দেশ্য কিন্তু পৃথক। রাম লাল্লা চায় অযোধ্যার বিতর্কিত জমিতে রামের মন্দির তৈরি করতে। অন্যদিকে নীলমনি আখাড়ার দাবি রামের জন্মস্থানের সর্বাত্মক স্বীকৃতি। এছাড়াও মামলাকারীদের মধ্যে রয়েছে রামজন্মভূমি ন্যায়াস। বিশ্ব হিন্দু পরিষদের শাখা সংগঠন এটি। যার সমর্থন জানাচ্ছে রাম লাল্লাদের।

অযোধ্যার জমি নিয়ে বিবাদে মুসলিম একাধিক সংগঠন

অযোধ্যার জমি নিয়ে বিবাদে মুসলিম একাধিক সংগঠন

অযোধ্যা মামলায় জড়িয়ে রয়েছে একাধিক মুসলিম সংগঠন। সুন্নি ওয়াকফ বোর্ড এবং সিয়া ওয়াকফ বোর্ড। যার মধ্যে সিয়া ওয়াকফ বোর্ড আবার রাম মন্দিরের জমি ছেড়ে দেওয়ার পক্ষেই কথা বলতে শুরু করেছে। কিন্তু সু্ন্নি ওয়াকফ বোর্ড এখনও কাজ দাবি ছাড়তে রাজি নয়। তারা বিতর্তিক জমির অন্যতম দাবি দার। শুনানি চলাকালীন এই পক্ষের আইনজীবীই বেশি সরব হয়েছেন। তাঁদের দাবি ষোড়শ শতকে মুঘল সম্রাট বাবর বাবরি মসজিদ তৈরি করেছিলেন। বেআইনিভাবে সেখানে রামমন্দির তৈরি করা হয়েছিল। এই নিয়ে দুই মুসলিম সংগঠনের মধ্যেই বিবাদ রয়েছে।

শুনানি শেষে রায়দান হলেই কী মিটবে সমস্যা?

শুনানি শেষে রায়দান হলেই কী মিটবে সমস্যা?

ধর্মে ধর্মে বিভেদ শুধু নয়। বিভেদের মাঝেও রয়েছে দলাদলি। হিন্দু আর মুসলিম নয়। রায় দানের পর হয়তে দুই ধর্মের একাধিক সংগঠন নিজেদের মধ্যেই বিবাদে জড়িয়ে পড়বেন। নতুন করে বাড়বে সমস্যা। কাজেই অযোধ্যায় মন্দির হবে না মসজিদ এই নিয়ে মামলাকারীদের মধ্যেই একতা নেই। তাঁরা এক মত হতে পারেননি একাধিক বিষয়ে। কাজেই একে কেবল মাত্র দুই ধর্মের লড়াই বলা চলে না।

আজই শেষ হচ্ছে অযোধ্যা মামলার শুনানি। বিতর্কিত স্থান কার দখলে থাকবে তা জানতে অপেক্ষা করতে হবে রায় দানের উপর। তাই নিয়েই এখন চড়ছে উত্তেজনার পারদ।

অবসরের আগে অযোধ্যা মামলার রায় দেওয়ার জন্য প্রধান বিচারপতি বাতিল করলেন বিদেশ সফরঅবসরের আগে অযোধ্যা মামলার রায় দেওয়ার জন্য প্রধান বিচারপতি বাতিল করলেন বিদেশ সফর

অযোধ্যা মামলা: সুপ্রিম কোর্টে শেষ মুহূর্তে 'সুন্নি ওয়াকফ বোর্ড' কে ঘিরে জল্পনাঅযোধ্যা মামলা: সুপ্রিম কোর্টে শেষ মুহূর্তে 'সুন্নি ওয়াকফ বোর্ড' কে ঘিরে জল্পনা

English summary
Several Hindu and Muslim parties involved in Ayodhya case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X