For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগী রাজ্যে ফের বিষমদ কাণ্ড! কমপক্ষে ৮ জনের মৃত্যু, বাড়তে পারে মৃতের সংখ্যা

উত্তরপ্রদেশের বারাবাঁকির রামনগরে বিষমদকাণ্ড। কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। তাঁদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের বারাবাঁকির রামনগরে বিষমদকাণ্ড। কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। তাঁদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মদ খাওয়ার পর সোমবার রাত থেকে অসুস্থ হওয়ার খবর আসতে শুরু করে।

যোগী রাজ্যে ফের বিষমদ কাণ্ড! কমপক্ষে ৮ জনের মৃত্যু, বাড়তে পারে মৃতের সংখ্যা

উত্তরপ্রদেশের বারাবাঁকির রামনগর এবং সংলগ্ন রানিগঞ্জ এবং আশপাশের গ্রামগুলি থেকে অসুস্থ হওয়ার খবর আসতে শুরু করেছে। অসুস্থদের প্রথমে রামনগর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে তাদের পাঠানো হয় মেডিক্যাল কলেজে।

উত্তরপ্রদেশের আফগারি মন্ত্রী জয়প্রতাপ সিং জানিয়েছেন, জেলাপ্রশাসনের এক আধিকারিক, পাঁচ পুলিশ আধিকারিক এবং তিন হেড কনস্টেবলকে সাসপেন্ট করা হয়েছে।

ঘটনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে বর্ষীয়ান আধিকারিকদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়াও আফগারি দফতরের প্রধান সচিবকে ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

এবছরের ফেব্রুয়ারিতে উত্তর প্রদেশের সাহারানপুর এবং কুশীনগরে বিষমদ কাণ্ডে যথাক্রমে ৫৯ জন এবং ১০ জনের মৃত্যু হয়েছিল। সম্প্রতি অপর একটি বিষমদ কাণ্ডে অসমের গোলাঘাট এবং জোরহাটে মৃত্যু হয়েছিল কমপক্ষে ১৬৫ জনের।

English summary
Several died in a hooch tragedy in UP's Barabanki. Several others were taken ill after consuming spurious liquor.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X