For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট পেশ হতেই শেয়ার বাজারে মহাপতন, সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট, তলানিতে নিফটিও

মোদীর বাজেট আস্থা বাড়াতে পারল না ব্যবসায়ীদের।

Google Oneindia Bengali News

মোদীর বাজেট আস্থা বাড়াতে পারল না ব্যবসায়ীদের। বাজেট চলাকালীন বড় ধাক্কা শেয়ার বাজারে। ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। নিফটি পড়ল ৩৮০ পয়েন্ট। ৫০টি সংস্থার মধ্যে ৪৪টি সংস্থার শেয়ারের দাম পড়েছে বিপুল হারে।

শেয়ার বাজারে পতন

শেয়ার বাজারে পতন

বাজেট শুরুর আগে থেকেই শেয়ার বাজার পড়তে শুরু করেছিল। মাঝে একটু থিতু হলেও জিডিপি লক্ষ্যমাত্রার ১০ শতাংশ ঘোষণার পরেই ফের পড়তে শুরু করে শেয়ার বাজার। প্রায় ৭০০ পয়েন্ট পড়েছে সেনসেক্স। এর থেকেই স্পষ্ট নতুন করে অর্থনীতি চাঙ্গা হওয়ার আশা দেখছেন না কারবারিরা।

যে কোম্পানির শেয়ার পড়েছে

যে কোম্পানির শেয়ার পড়েছে

আজ প্রায় ৫০টি কোম্পানির মধ্যে ৪৪টি কোম্পানির শেয়ার পড়েছে। তারমধ্যে রয়েছে টাটা মোটরস, লার্সেন অ্যান্ড টুর্বো, জি এন্টারটেনমেন্ট, ভারত পেট্রোলিয়াম, বাজাজ ফিনান্স। অন্যদিকে নিফটিও পড়েছে ৫০ ইনডেক্স। তবে এই পড়তির বাজারেও নিফটিতে লাভ কুড়িয়েছে হিন্দুস্তান ইউনিলিভার, ইনফোসিস, টিসিএস, এইচসিএল টেকনোলজি, সিপ্লা।

বিদেশি বিনিয়োগ টানতে উদ্যোগ

বিদেশি বিনিয়োগ টানতে উদ্যোগ

এদিকে নির্মলা সীতারামন বিদেশি বিনিয়োগ টানতে একাধিক ঘোষণা করেছেন। শিক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। আয়কর ছাড়ের উর্ধ্বসীমা ৫ লাখ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ বার্যিক পাঁচ লাখ টাকা আয়ে কোনও আয়কর দিতে হবে না বলে জানিয়েছেন তিনি। এছাড়াও রফতানি বাণিজ্যে উৎসাহ দিতে ঋণ প্রদানের কথা ঘোষণা করেছেন ব্যাঙ্কের বিমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। শিল্প এবং বাণিজ্যের উন্নয়নে ২৭ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার।

English summary
Sensex fall 1000 points after budget 2020 announcement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X