For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্ভয়া কাণ্ড : আজ ধর্ষকের মুক্তি রুখতে গভীর রাতে সুপ্রিম কোর্টে আবেদন

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর : দিল্লির নির্ভয়া কাণ্ডের তিন বছরের সাজাপ্রাপ্ত ধর্ষককে যেন এখনই ছাড়া না হয়, সেব্যাপারে আবেদন জানিয়ে শনিবার গভীর রাতে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। [নির্ভয়া কাণ্ডে শাস্তিপ্রাপ্ত নাবালক মুক্তি পাবে ২০ ডিসেম্বর!]

রাতেই এই স্পেশাল লিভ পিটিশন গ্রহণ করেছে সর্বোচ্চ আদালত। তবে রাতে এর শুনানি সম্ভব নয়। ফলে সোমবার এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। আর এসবের মধ্যেই এদিন রবিবার মুক্তি পাওয়ার কথা ওই ধর্ষকের।

নির্ভয়া কাণ্ড : ধর্ষকের মুক্তি রুখতে গভীর রাতে আদালতে আবেদন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবেদন শুনে মামলাটি বিচারপতি আদর্শ গোয়েল ও বিচারপতি উদয় ললিতের কাছে পাঠিয়েছেন। স্বাতীদেবী জানিয়েছেন, আপাতত মামলাটি বিচারাধীন। আশা করি এই মামলার শুনানি না হওয়া পর্যন্ত অভিযুক্তকে ছাড়া হবে না।

কমিশন তাদের আবেদনে জানিয়েছে, জুভেনাইল হোমে থেকে নাবালক ধর্ষকের মানসিক পরিবর্তন হয়েছে, একথা কোথাও নিশ্চিত করা হয়নি। এখনও তার মধ্যে অপরাধপ্রবণতা কাজ করছে, একথা সরকারি সূত্রেই জানা গিয়েছে।

তাই এমন অপরাধীর হোম থেকে মুক্তি পাওয়া সমাজের পক্ষ্যে ক্ষতিকারক হতে পারে। তাই আগে অপরাধীর মানসিক অবস্থা দেখে আবেদনের গুরুত্ব যাচাই করুক সুপ্রিম কোর্ট। অন্যদিকে নির্ভয়ার মা আশাদেবী জানিয়েছেন, অপরাধী যেন ছাড়া না পায়। এটুকুই তিনি চান।

English summary
Dec 16 gangrape: SC declines urgent hearing to stop juvenile
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X