For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক কর্মী দুষ্কৃতীদের গুলিতে মারা যান, কেন খুন হতে হল তাঁকে?

২৫ বছরের কর্মী দুষ্কৃতীদের গুলিতে মারা যান

  • |
Google Oneindia Bengali News

মুম্বাইয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(SBI) এক ২৫ বছরের কর্মী দুষ্কৃতীদের গুলিতে মারা যান। বুধবার বিকেলে ব্যাঙ্কের দহিসার শাখায় দুষ্কৃতীরা প্রবেশ করার সময় ওই ব্যাঙ্ক কর্মী বাধা দেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতীরা তাঁর বুকে গুলি চালায়। ঘটনায় তাঁর মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে বিকালে

ঘটনাটি ঘটেছে বিকালে

এমএইচবি কলোনি পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে বিকেল ৩ টে ২২ মিনিটে। যখন সন্দেশ গোমরে ব্যাঙ্কের বাইরে বসে ছিলেন। তিনি একটি বহিরাগত সংস্থার কাছে ব্যাঙ্কের আউটসোর্স করা কাজটি করার জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করছিলেন। তখন তিনি দেখেন নাক-মুখ রুমাল দিয়ে ঢেকে সন্দেহজনকভাবে ২ জন ব্যক্তি ব্যাঙ্কে ঢুকছে। তিনি তখন তাদের ভিতরে যেতে বাধা দেয়, সেই সঙ্গে তাদের পরিচয় দেখতে চায়। এটি জানতে চাওয়াতেই তাদের মধ্যে একজন বন্দুক বের করে। এবং গোমরের বুকে গুলি করে।

 পুলিশ কী জানিয়েছে

পুলিশ কী জানিয়েছে

এমএইচবি থানার অফিসাররা জানান, অচেনা লোকেরা ব্যাঙ্কে ঢুকছিল নগদ ছিনতাই করার জন্য,অ্যালার্ম বাজার আগেই তারা পালিয়ে যায়।

দুষ্কৃতীদল পালিয়ে যায়

দুষ্কৃতীদল পালিয়ে যায়

একজন পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার পরেই দুষ্কৃতীদল সেখান থেকে পালিয়ে যান। ব্যাঙ্কের কর্মীরা পুলিশকে খবর দেন এবং গোমারেকে শতাব্দী হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা । গোমারে ছিলেন ভিরারের বাসিন্দা। তিনি SBI তে চুক্তি কর্মী ছিলেন।

 প্রত্যক্ষদর্শীরা বলেন

প্রত্যক্ষদর্শীরা বলেন

প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ডাকাতদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর এবং তারা দহিসার রেলস্টেশনের দিকে পালিয়ে গেছে।

 কর্মকর্তারা ঘটনা প্রসঙ্গে বলেন

কর্মকর্তারা ঘটনা প্রসঙ্গে বলেন

কর্মকর্তারা জানান, ডাকাতির সময় ব্যাংকে অন্তত আটজন কর্মচারী ছিলেন কারণ প্রায় বন্ধের সময় ছিল। ব্যাঙ্কটি বেশি জনবহুল এলাকায় ছিল না। ঘটনাটি ঘটেছে ব্যাঙ্কটির বন্ধের কিছু সময় আগে।

পুলিশ ঘটনার তদন্তে নেমেছে

পুলিশ ঘটনার তদন্তে নেমেছে

এমএইচবি পুলিশ দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও ডাকাতির মামলা দায়ের করেছে এবং এখন দুষ্কৃতীদের পরিচয় জানতে আশেপাশের এলাকার সিসিটিভি স্ক্যান করছে পুলিশ। ঘটনার তদন্তে পুলিশ।

English summary
sbi one worker was shot dead by miscreants
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X