For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্দার প্যাটেলে অনুপ্রাণিত হয়েই কাশ্মীর সিদ্ধান্ত, জানালেন মোদী

সর্দার বল্লভ ভাই প্যাটেলের কারণেই ভারত প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্র হতে পেরেছিল। রাজ্য তৈরি কার এবং সেই রাজ্যগুলিকে আইনী পথে এক করার প্রক্রিয়া করেছিলেন সর্দার প্যাটেল।

Google Oneindia Bengali News

সর্দার বল্লভ ভাই প্যাটেলের কারণেই ভারত প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্র হতে পেরেছিল। রাজ্য তৈরি কার এবং সেই রাজ্যগুলিকে আইনী পথে এক করার প্রক্রিয়া করেছিলেন সর্দার প্যাটেল। সেই মহান নেতার অনুপ্রেরণাতেই কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত নিয়েছিলেন। মঙ্গলবার গুজরাটের সর্দার সরোবর জলাধারের কাছে একটি সভায় এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা

কাশ্মীর থেকে ৩৭০ ধারা

দ্বিতীয় মোদী সরকারের বড় কাজের মধ্যে একটা হল কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ। সর্দার বল্লভ ভাই প্যাটেল যে যুক্তরাষ্ট্রীয় দেশের স্বপ্ন দেখেছিলেন এই সিদ্ধান্ত সেই অনুপ্রেরণাতেই বলে দাবি করেছেন মোদী। কাশ্মীরের উন্নয়নে সরকার সবরকম সহযোগিতা এবং উদ্যোগ নেবে বলে এদিন আরও একবার প্রতিশ্রুতি দিয়েছেন মোদী।

স্ট্যাচু অব ইউনিটির চেয়েও জনপ্রিয়

স্ট্যাচু অব ইউনিটির চেয়েও জনপ্রিয়

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি গড়ার জন্য ত‌ৎপর হয়েছিলেন মোদী। সর্দার সরোবর জলাধারে স্ট্যাচু অব ইউনিটি প্রায় যুদ্ধ কালীন তৎপরতায় শেষ করেছিল মোদী সরকার। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে যেন সর্দার প্যাটেলের মূর্তি তৈরি শেষ করাকে বড় চ্যালেঞ্জ বলে মনে করেছিল তারা। এদিন মোদী বলেন ১৩৩ বছরের প্রাচীণ স্ট্যাচু অব লিবার্টিতে দিনে ১০ হাজার পর্যটক আসেন আর ভারতে মাত্র ১১ মাসের স্ট্যাচু অব ইউনিটি দেখতে দিনে সাড়ে আট হাজার দর্শক আসে।

১০০ দিন পূরণ

১০০ দিন পূরণ

দ্বিতীয় মোদী সরকার সাফল্যের সঙ্গে ১০০ দিন পূরণ করেছে। এদিন জন্মদিনে গুজরাটের সভা থেকে মোদী বলেন, দ্বিতীয় দফাতেও সাফল্যের সঙ্গে প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। তিন তালাক বিল পাস, সহ একাধিক গুরুত্বপূর্ণ এবার লোকসভা অধিবেশনে পাস করা হয়েছে।

এদিন হেলিকপ্টারেও সর্দার সরোবর জলাধারের উপর তৈরি স্ট্যাচু অব ইউনিটি পরিদর্শন করেন মোদী। সেই ছবি টুইট করে পর্যটকদের এখানে ঘুরতে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদী।

<strong>[দুর্গা প্রতিমা সজ্জায় জননেত্রী মমতা! মোদীর সঙ্গে হাইভোল্টেজ বৈঠকের আগে বিরল দৃশ্য বিমানবন্দরে]</strong>[দুর্গা প্রতিমা সজ্জায় জননেত্রী মমতা! মোদীর সঙ্গে হাইভোল্টেজ বৈঠকের আগে বিরল দৃশ্য বিমানবন্দরে]

English summary
Sardar Patel motivated Modi to take kashmir decision
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X