For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাতঙ্গ সিংয়ের গ্রেফতারি আটকানোর চেষ্টার অভিযোগে সরানো হল স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামীকে

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : সারদা কাণ্ডে গ্রেফতার হওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহের জেল যাওয়া আটকাতে সিবিআইকে ফোনের অভিযোগ উঠতেই বরখাস্ত করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামীকে। বুধবার রাতেই কেন্দ্রীয় সরকারের তরফে তাঁকে ইস্তফাপত্র দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন : সারদা কাণ্ডে গ্রেফতার হয়েই মাতঙ্গ সিং ভর্তি হাসপাতালে

সরকারি সূত্রের খবর, গত মাসেই ৬০ বছর পূর্ণ করেছেন অনিল গোস্বামী। আগামী ৩০ জুন পর্যন্ত তাঁর কাজের মেয়াদ ছিল। কিন্তু কেন্দ্রের তরফে ইস্তফার নির্দেশ দেওয়া হলেই তিনি পদত্যাগ পত্র পাঠিয়ে দেন।

মাতঙ্গ সিংয়ের গ্রেফতারি আটকানোর চেষ্টার অভিযোগে সরানো হল স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামীকে

গোস্বামীর জায়গায় নয়া স্বরাষ্ট্রসচিব হয়ে এলেন গ্রামীণ উন্নয়ন সচিব এলসি গোয়েল।

এদিকে অনিল গোস্বামীর পদত্যাগ পর্বে নয়া তথ্য উঠে এসেছে। সিবিআই সূত্রের খবর, সারদা কাণ্ডে নাম জড়ানোয় অনেক দিন ধরেই মাতঙ্গ সিংয়ের টেলিফোনে নজরদারি রেখেছিল সিবিআই। তা জানতেন না মাতঙ্গ। গ্রেফতার হওয়ার আগে নিজের ফোন থেকে অনিল গোস্বামীকে ফোন করেন তিনি। এবং তাঁর গ্রেফতারি আটকানোর জন্য সিবিআই আধিকারিকের সঙ্গে কথাও বলান।

অনিল গোস্বামী ও মাতঙ্গ সিংয়ের সম্পূর্ণ কথোপোকথন রেকর্ড হয়। এই কল রেকর্ডই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠায় সিবিআই। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে তা প্রধানমন্ত্রীর অফিসে পাঠানো হয়। মাতঙ্গের গ্রেফতারি আটকাতে সিবিআই আধিকারিকের সঙ্গে কথা বলার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে স্বীকারও করেন অনিল গোস্বামী।

বিষয়টি মঙ্গলবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানান রাজনাথ সিং। বুধবারদিন অনিল গোস্বামী এবং সিবিআই অধিকর্তা অনিল সিনহার সঙ্গে বৈঠকে বসেন মোদী। এরপরই কেন্দ্রীয় সরকারের তরফে বুধবার রাতে তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

English summary
Saradha scam: Home Secy Anil Goswami sacked for stalling arrest of Matang Sinh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X