For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

''আমিই চেয়েছিলাম......''! আরিয়ান খান ড্রাগ মামলা থেকে সরতেই যা বললেন সমীর ওয়াংখেড়ে

আরিয়ান খান মামলায় নয়া মোড়। ড্রাগ মামলার তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল সমীর ওখান্ডকে। শাহরুখ-পুত্রকে গ্রেফতারের পর থেকেই সংবাদ শিরোনামে এই NCB কর্তা। একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, ৮ কোটি টাকা ঘু

  • |
Google Oneindia Bengali News

আরিয়ান খান মামলায় নয়া মোড়। ড্রাগ মামলার তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল সমীর ওখান্ডকে। শাহরুখ-পুত্রকে গ্রেফতারের পর থেকেই সংবাদ শিরোনামে এই NCB কর্তা। একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, ৮ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে সমীরের বিরুদ্ধে।

ড্রাগ মামলা থেকে সরতেই যা বললেন সমীর ওয়াংখেড়ে

একের পর এক বিতর্কের পরেই অপসারিত তিনি। আর তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে জানা গিয়েছে, এখন থেকে তদন্ত করবে সঞ্জয় সিংহের নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল।

যদিও এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সমীর ওখান্ডে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আমাকে সরানো হয়নি। মুম্বইয়ের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র জোনাল ইউনিটের ডিরেক্টর হিসাবে কর্মরত রয়েছি। কোথায় আমাকে সরানো হয়নি। তবে সমীরের দাবি তিনিই নাকি আরিয়ান মামলা থেকে সরে যেতে চেয়েছিলেন।

এই প্রসঙ্গে ওই সংবাদমাধ্যমকে এনসিবি কর্তা জানিয়েছেন, আরিয়ান মামলা সহ নবাব মালিক যে অভিযোগ তুলেছেন সেই সমস্ত মামলার তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই মতো দিল্লিণ থেকে স্পেশাল টিম মুম্বতে তদন্ত করতে আসছে বলে ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন সমীর ওখান্ডে।

Deputy DG, South-Western Region, NCB মুথা অশোক জৈন এই প্রসঙ্গে জানিয়েছেন, এটি একটি প্রশাসনিক সিদ্ধান্ত। সিদ্ধান্ত অনুযায়ী দিল্লি থেকে এনসিবি'র স্পেশাল টিম মুম্বইতে আসছে। এবার থেকেই তারাই আরিয়ান সহ মোট ছ্য়টি মামলার তদন্ত করবে।

আরিয়ান ড্রাগ মামলা ছাড়াও সমীর ওয়াংখেড়ে আরও যে পাঁচটি মামলার তদন্তে ছিলেন। সেই মামলাগুলি থেকেও সিদ্ধান্ত অনুযায়ী সরছেন সমীর। সেগুলির তদন্তভারও চলে যাচ্ছে দিল্লির আধিকারিকদের হাতে। এখন দেখার মামলা কোনদিকে মোড় নেয়।

গত মাসখানেক আগে মুম্বইয়ের একটি প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় শাহরুখ-পুত্রকে। ড্রাগ মামলাতে গ্রেফতার করা হয় তাঁকে। ওই প্রমোদতরিতে তল্লাশিতে ছিলেন সমীর। শাহরুখ-পুত্রকে গ্রেফতারের অর থেকেই রাতারাতি সোশ্যাল মিডিয়াতে হিরো হয়ে যান এই এনসিবি কর্তা। আর সেটাই বিতর্কের শুরু হয়।

একের পর এক অভিযোগ তোলেন মন্ত্রী নবাব মালিক। ভুয়ো সার্টিফিকেট থেকে শুরু করে ঘুষ নেওয়া। একের পর এক সমীরের বিরুদ্ধে বোমা ফাটান। আর তাতে খোদ নিজের বিভাগেই তদন্তের মধ্যে পড়তে হয় তাঁকে। আর সেই বিতর্কের মধ্যেই হাইভোল্টেজ ড্রাগ মামলা থেকে সরলেন সমীর।

জানা যাচ্ছে আগামীকাল শনিবার সকালেই দিল্লির এই স্পেশাল টিম পৌঁছে যাবে মুম্বই। সমীরের কাছ থেকে মামলা বুঝে নেবে এই টিম। এরপরে কি মুম্বইয়ের এনসিবি'র দায়িত্ব থেকে সরবেন সমীর? প্রশ্ন উঠছে।

English summary
Samreer Wankhede claims he is not removed from Aryan Khan drug case investigation, but he removed himself
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X