For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতেও ঢুকে পড়ল Monkeypox? আতঙ্ক বাড়িয়ে নাবালিকার নমুনা গেল পরীক্ষায়

ইতিমধ্যে বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। করোনা'র পর নয়া এই ভাইরাস ঘিরে বিশ্বজুড়ে ঘুম উড়েছে চিকিৎসকদের। একের পর এক দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। শুধু তাই নয়, মাঙ্কিপস্কের নয়া দুটি স্ট্রেনের দাবি করেছেন মার্কিন

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যে বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। করোনা'র পর নয়া এই ভাইরাস ঘিরে বিশ্বজুড়ে ঘুম উড়েছে চিকিৎসকদের। একের পর এক দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। শুধু তাই নয়, মাঙ্কিপস্কের নয়া দুটি স্ট্রেনের দাবি করেছেন মার্কিন এক গবেষক।

যা নিয়ে নতুন করে আতঙ্ক বাড়ছে। যদিও এই অবস্থায় ভারতে এখনও সেভাবে কারোর শরীরে ধরা পড়েনি। কিন্তু নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে নয়া এক খবর।

বাচ্চার নমুনা সম্প্রতি সংগ্রহ করা হয়েছে

বাচ্চার নমুনা সম্প্রতি সংগ্রহ করা হয়েছে

পাঁচ বছরের একটি বাচ্চার নমুনা সম্প্রতি সংগ্রহ করা হয়েছে। মূলত মাঙ্কিপক্সের আশঙ্কায় ওই বাচ্চাটির নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। সম্প্রতি ওই বাচ্চাটির শরীরে বেশ কিছু র‍্যাশ ধরা পড়েছে। এমনকি শরীরে জ্বালা ভাবও রয়েছে বলে জানিয়েছেন ওই বাচ্চাটির পরিবার। আর এরপরেই মাঙ্কিপক্সের আশঙ্কা করছেন চিকিৎসকরা। আর সেই দিকেই তাকিয়েই নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। আর তা ঘিরেই আতঙ্ক বাড়ছে।

বাচ্চাটির র‍্যাশ এবং শরীরে জ্বালা রয়েছে

বাচ্চাটির র‍্যাশ এবং শরীরে জ্বালা রয়েছে

যদিও এই ঘটনা প্রসঙ্গে গাজিয়াবাদের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, ওই বাচ্চাটির র‍্যাশ এবং শরীরে জ্বালা রয়েছে। কিন্তু অন্য কোনও শারীরিক সমস্যা নেই বলেই দাবি সিএমও। এমনকি গত একমাসে ওই বাচ্চাটির বিদেশ যাওয়ার ইতিহাসও নেই বলে দাবি করা হয়েছে। ফলে এহেন ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম বলেই মনে করছেন গাজিয়াবাদের চিকিৎসকদের একাংশ। তবুও আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই এহেন পরীক্ষা বলে দাবি করা হয়েছে।

মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর নেই

মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর নেই

ভারতে এখনও কোনও মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর নেই। তবে যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্যে ভারত প্রস্তুত। সম্প্রতি এমনটাই জানিয়েছেন এইমসের এক আধিকারিকরা। চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা সহ সমস্ত বিষয় তৈরি রাখা হয়েছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে monkeypox নিয়ে সতর্ক কেন্দ্রীয় সরকারও। ইতিমধ্যে একাধিক রাজ্যকে এই বিষয়ে চূড়ান্ত সতর্ক করা হয়েছে। এমনকি বিমানবন্দরগুলিকেও বাড়তি নজরদারিতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

মাঙ্কি পক্স অনেকটা স্মলপক্সের মতই

মাঙ্কি পক্স অনেকটা স্মলপক্সের মতই

মাঙ্কি পক্স অনেকটা স্মলপক্সের মতই হয়। গায়ে জ্বর, গলা ব্যাথার সঙ্গে সারা গায়ে লাল লাল ফোস্কা পড়ে যায়। স্মলপক্সে যেন জল ফোস্কার মত পড়ে মাঙ্কি পক্সের ক্ষেত্রে সেই ফোস্কার ধরন একটু বড় হয়। একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে সংক্রমণ। সেই সংখ্যা বাড়ছে। তবে মাঙ্কিপক্স তেমন মারণ রোগ নয়। চার সপ্তাহ রোগীর শরীরে থাকে। তারপর ধীরে ধীরে কমে যায়। পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলিতে প্রথম থেকে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। এরপর বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে।

English summary
sample from a 5 year old girl collected from Ghaziabad for testing monkeypox
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X