For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আক্রান্ত হিন্দুরা, রাজধানীর বুকে কর্মী-সাধুদের নিয়ে বিশাল মিছিল ভিএইচপি'র

উদয়পুর সহ একের পর এক ঘটনায় প্রতিবাদে নামল বিশ্বহিন্দু পরিষদ। আজ শনিবার রাজধানীর বুকে 'সংবিধান সংকল্প যাত্রা' করা হয়। যেখানে কয়েকশ ভিএইচপি নেতা-কর্মী অংশ নেন। শুধু তাই নয়, বেশ কয়েকশ সাধুও এই মিছিলে পা মেলান বলে জানা গিয়েছ

  • |
Google Oneindia Bengali News

উদয়পুর সহ একের পর এক ঘটনায় প্রতিবাদে নামল বিশ্বহিন্দু পরিষদ। আজ শনিবার রাজধানীর বুকে 'সংবিধান সংকল্প যাত্রা' করা হয়। যেখানে কয়েকশ ভিএইচপি নেতা-কর্মী অংশ নেন। শুধু তাই নয়, বেশ কয়েকশ সাধুও এই মিছিলে পা মেলান বলে জানা গিয়েছে। আর এই মিছিল থেকেই হিন্দুদের উপর আঘাতের প্রতিবাদ জানানো হয়।

রাজধানীর বুকে কর্মী-সাধুদের নিয়ে বিশাল মিছিল ভিএইচপির

তবে এই মিছিলকে কেন্দ্র করে কড়া পুলিশি ব্যবস্থা করা হয়। একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

বিজেপি নেত্রী নুপুর শর্মা বক্তব্যের প্রতিবাদে গত কয়েকদিন আগেই উত্তেজনা ছড়ায় গোটা দেশে। আর এরপরেই রাজস্থানে'র উদয়পুরে নৃশংস হত্যা-কাণ্ড ঘটে যায়। যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। শুধু তাই নয়, মহারাষ্ট্রের অমরাবতীতেও নৃশংস এই ঘটনা ঘটে বলে খবর। রাজস্থানের ঘটনায় ইতিমধ্যে এনআইএ তদন্তও দেওয়া হচ্ছে। এমনকি এই ঘটনায় গোটা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। আর এরপরেই বিশ্ব হিন্দু পরিষদের এহেন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশ্ব হিন্দু পরিষদের এই মিছিলে জাতীয় পতাকা হাতে লোকজনকে হাঁটতে দেখা যায়। এমনকি মিছিল থেকে জয় শ্রী রাম স্লোগানও উঠতে শোনা যায়। তবে বিশ্ব হিন্দু পিরিষদের এই মিছিলে জয় শ্রী রাম স্লোগানও উঠতে শোনা যায়। তবে এদিনের বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে তাৎপর্যপূর্ণ বেশ কয়েকটি সাধু সংগঠন অংশ নেন। এমনকি বিজেপি'র তরফে তাজিন্দর পাল সিং বাজ্ঞা রবং কপিল মিশ্রের মতো বিজেপি নেতারা অংশ নেন বলে খবর।

প্রাক্তন নর্থ দিল্লির মেয়র আবতার সিং জানান, একাধিক হিন্দু সংগঠন এদিনের সংকল্প মার্চে পা মিলিয়েছে। হিন্দুদের উপর হামলার ঘটনায় প্রতিবাদের আওয়াজ তুলতেই এহেন পদযাত্রা বলে দাবি তাঁর। কখনই এভাবে হিন্দুদের টার্গেট করতে পারা যায় না বলে দাবি প্রাক্তন মেয়রের। তবে এই বিশাল মিছিলে দিল্লির বভিন্ন অংশে ব্যাপক যানজট তরি হয়।

যদিও মিছিলের অনুমতি আগে থেকে নেওয়া ছিল। এমনকি ভিড় হবে ভেবে নিয়েই একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয় দিল্লি পুলিশের তরফে।

বিশেষ করে সিকান্দার রোড, ফিরজ শাহ রোড সহ একাধিক রাস্তা আগে থেকে বন্ধ করে দেওয়া হয়। তবে এই মিছিল ঘিরে বিশাল পুলিশ মোতায়েন করা হয়। যে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

English summary
Sadhus of VHP, ABVP takes out peaceful march against udaipur, amaravati killings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X