For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় রেল বাজেট পেশ করলেন সদানন্দ গৌড়া

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রেল
নয়াদিল্লি, ৮ জুলাই: লোকসভায় রেল বাজেট পেশ করলেন রেলমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া। বিরোধীদের হইহট্টগোলকে অগ্রাহ্য করে মেজাজে পড়লেন বাজেট বক্তৃতা। ঘোষণা করলেন একগুচ্ছ নতুন ট্রেন, নানা প্রকল্প। আর্থিক ক্ষতি কাটিয়ে রেলের গতি বজায় রাখতে জোর দিয়েছেন তিনি।

দুপুর ০১-১৫: রেল বাজেট পড়া শেষ করলেন সদানন্দা গৌড়া।
দুপুর ০১-১৪: তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেডি সাংসদরা হট্টগোল জুড়লেন।
দুপুর ০১-১৩: কর্নাটকের জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা
দুপুর ০১-১২: ১৮টি নতুন লাইন এবং ১০টি ক্ষেত্রে ডবল লাইনের প্রস্তাব
দুপুর ০১-১০: সারা দেশে পাঁচটি জনসাধারণ এক্সপ্রেস, পাঁচটি প্রিমিয়াম এক্সপ্রেস
দুপুর ০১-০৯: পারাদ্বীপ-হাওড়া এক্সপ্রেস (সাপ্তাহিক)
দুপুর ০১-০৫: শালিমার থেকে চেন্নাই প্রিমিয়াম এক্সপ্রেস
দুপুর ১২-৫৭: উত্তর-পূর্ব ভারতে রেল প্রকল্পগুলি শেষ করতে গতবারের তুলনায় বরাদ্দ বাড়ল ৫৪ শতাংশ
দুপুর ১২-৫৫: প্রকল্পগুলি নির্দিষ্ট সময়ে শেষ করতে রেল ও রাজ্য সরকারের অফিসারদের নিয়ে বিশেষ বোর্ড
দুপুর ১২-৫০: পাঁচটি জায়গায় ফল ও সবজি সংরক্ষণে হিমঘর তৈরি করবে রেল
দুপুর ১২-৪৫: দিল্লি-আগ্রা, দিল্লি-কানপুর, ব্যাঙ্গালোর-চেন্নাই, চেন্নাই-হায়দরাবাদ, মুম্বই-গোয়া ইত্যাদি রুটে হাই-স্পিড ট্রেন
দুপুর ১২-৪৩: মুম্বই-আমেদাবাদ সেক্টরে চলবে বুলেট ট্রেন
দুপুর ১২-৪০: রেলকর্মীদের কল্যাণে মাথাপিছু ব্যয় ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা
দুপুর ১২-৩৭: সব মহিলা কামরায় মহিলা আরপিএফ কর্মী রাখার ব্যবস্থা
দুপুর ১২-৩৫: সব দূরপাল্লার ট্রেনে অন-বোর্ড লন্ড্রি পরিষেবা
দুপুর ১২-৩৩: খাবারের গুণমান নিয়ে এসএমএস, আইভিআরএস ব্যবস্থায় অভিযোগ জানানোর ব্যবস্থা
দুপুর ১২-৩১: সব বড় স্টেশনে প্রতিবন্ধী, বৃদ্ধদের জন্য ব্যাটারিচালিত গাড়ি
দুপুর ১২-৩০: রেলে নিরাপত্তাই হল এই সরকারের সবচেয়ে বড় ভাবনা
দুপুর ১২-২৫: পুরনো প্রকল্পগুলি শেষ করতে অন্তত পাঁচ লক্ষ কোটি টাকা দরকার
দুপুর ১২-২৪: রেলের পরিকাঠামো উন্নয়নে পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) মডেল চাই
দুপুর ১২-২২: রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি অতিরিক্ত মুনাফা বিনিয়োগ করুক রেলে
দুপুর ১২-২০: রেলকে বাঁচাতে অবিলম্বে ১ লক্ষ ৮২ হাজার কোটি টাকা চাই
দুপুর ১২-১৫: শুধু বেতন আর পেনশন দিতেই চলে যায় ৯৪ পয়সা, হাতে থাকে ছ'পয়সা
দুপুর ১২-১০: রোজ সাড়ে ১২ হাজার ট্রেন চলে, ২ কোটি ৩০ লক্ষ মানুষ যাতায়াত করেন রেলে
দুপুর ১২-০৫: মানুষের মঙ্গলেই রাষ্ট্রের মঙ্গল, বললেন রেলমন্ত্রী
দুপুর ১২-০০: রেল বাজেট পড়া শুরু করলেন রেলমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া।

English summary
Sadanand Gowda presents Railway Budget 2014-15 in Parliament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X