For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামনে এল সিসি ক্যামেরা ফুটেজ, ১০ মিনিটের জন্য সাক্ষাত করেন সচিন বেজ ও মনসুখ হিরেন

১০ মিনিটের জন্য সাক্ষাত করেন সচিন বেজ ও মনসুখ হিরেন

Google Oneindia Bengali News

আম্বানি বোমাতঙ্ক কাণ্ডে এনআইএ বৃহস্পতিবার সচিন বেজের আরও দু’‌টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে। গত ২৫ ফেব্রুয়ারি মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক–ভর্তি গাড়ি উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। কেন্দ্রের নির্দেশে এই ঘটনার তদন্তে নেমেছে এনআইএ।

আরও দু’‌টি গাড়ি বাজেয়াপ্ত

আরও দু’‌টি গাড়ি বাজেয়াপ্ত

এনআইএ সূত্রের খবর, দু'‌টি গাড়ির মধ্যে একটি গাড়ি প্রাডো, যা বিজয় কুমার গণপত ভোঁসলের নামে নথিভুক্ত করা। ইনি রত্নগিরির শিবসেনা পরিচালক। এন্য গাড়িটি মার্সিডিজ বেনজ। তিনদিন আগে বেজের ব্যবহার করা একটি মার্সিডিজ বাজেয়াপ্ত করে এনআইএ। রাজ্যের সন্ত্রাস-দমন শাখা থানের ব্যবসায়ী মনসুখ হিরেনের খুনের তদন্ত করছে, যাঁর স্করপিও গাড়িতে বিস্ফোরক ভরে আম্বানির বাড়ির সামনে রাখা হয়েছিল। শুক্রবার বেজ থানের সেশন আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন, যা খারিজ হয়ে যায়।

 হিরেন–বেজ সাক্ষাত

হিরেন–বেজ সাক্ষাত

অন্যদিকে, এনআইএ ও এটিএস দু'‌জনের তদন্তেই সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে যে গত ১৭ ফেব্রুয়ারি হিরেন ও বেজ ১০ মিনিটের জন্য সাক্ষাত করেছিলেন এবং ফোর্টের কাছে জিপিও মার্সিডিজের ভেতর কথা বলেন। হিরেন ওলা ক্যাবে করে দক্ষিণ মুম্বইয়ে আসেন এবং দাবি করেন যে তাঁর স্করপিও গাড়িটি মুলুন্দ-আইরোলি রোডে চুরি হয়ে গিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে এও দেখা গিয়েছে বেজ মুম্বই পুলিশের হেডকোয়ার্টার ছেড়ে নিজের মার্সিডিজ করে বেরোচ্ছেন। তাঁর গাড়িকে ফের দেখা যায় সিএসএমটির ট্রাফিক সিগন্যালে। সিগন্যাল গ্রিন হলেও তাঁর গাড়ি সেখান থেকে সরেনি এবং বেজ পার্কিং লাইটের আলো নিভিয়ে দেয়। কিছু সেকেন্ড পরই ক্যামেরায় দেখা যায় হিরেনকে রাস্তা ক্রস করতে এবং মার্সিডিজের ভেতর এসে বসেন তিনি। ক্যামেরায় এবার মার্সিডিজটিকে জিপিওর বিপরীতে দেখা যায়, রাস্তাতেই পার্ক করা ছিল। ১০ মিনিট গাড়িটি সেখানে পার্ক করা ছিল, এরপর হিরেন নেমে যায়। এরপর মার্সিডিজকে ফের পুলিশ হেডকোয়ার্টারে দেখা যায়।

সাক্ষাতের জায়গা বদল করে বেজ

সাক্ষাতের জায়গা বদল করে বেজ


সিএসএমটি যাওয়ার জন্য যে ওলা ক্যাবটি বুক করেছিলেন হিরেন, তার চালক পুলিশকে জানিয়েছেন যে ট্রিপের সময় হিরেনের কাছে পাঁচবার কল আসে। এই কলগুলি বেজ করেছিল বলেই মনে করছে এনআইএ। বেজ প্রথমে হিরেনকে হেডকোয়ার্টারের বিপরীতে রূপম শোরুমের সামনে দেখা করতে বলছিলেন কিন্তু শেষ ফোন কলে বেজ দেখা করার জায়গা বদলে দেন। ১৬ মার্চ যে মার্সিডিজটি বাজেয়াপ্ত করা হয়, তার মালিক সুরেশ ভাবসার জানিয়েছেন যে তিনি ফেব্রুয়ারিতে গাড়িটি বিক্রি করে দিয়েছিলেন একটি গাড়ি বিক্রির সাইটে এবং তাঁর সঙ্গে বেজের কোনও যোগ নেই।

 মার্সিডিজ গাড়িটি পার্ক করেছিল বেজের চালক

মার্সিডিজ গাড়িটি পার্ক করেছিল বেজের চালক

বৃহস্পতিবার এনআইএ সিআইইউয়ের ২ জন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেন, যাঁদের সঙ্গে বেজ কাজ করতেন। এখনও পর্যন্ত এনআইএ ন'‌জন ক্রাইম ব্রাঞ্চ আধিকারিকদের বয়ান রেকর্ড করেছেন। বৃহস্পতিবার ফরেন্সিক বিশেষজ্ঞের দল দক্ষিণ মুম্বইয়ে এনআইএর দপ্তর পরিদর্শনে যান। জানা গিয়েছে, গত ১৬ মার্চ বেজের বাজেয়াপ্ত করা মার্সিডিজ গাড়ি, যেটি ক্রফর্ড মার্কেটের কাছে পার্ক করে রাখা ছিল, তা তাঁর গাড়ির চালক ১৩ বা ১৪ মার্চ পার্ক করেছিলেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে বিজেপি ও তৃণমূল সহ রাজনৈতিক দলগুলির সম্পত্তির পরিমাণ নিয়ে রিপোর্ট প্রকাশ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে বিজেপি ও তৃণমূল সহ রাজনৈতিক দলগুলির সম্পত্তির পরিমাণ নিয়ে রিপোর্ট প্রকাশ্যে

English summary
sachin waze meet with mansukh hiren for 10 minutes show cctv footage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X