For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২-৩ মিনিটের বেশি বাঁচার কথা ছিল না প্রদ্যুম্নের, দাবি ময়না তদন্তের রিপোর্টে

গুরুতর আঘাতের পাশাপাশি শক ও হ্যামারেজই রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র প্রদ্যুম্ন ঠাকুরের মৃত্যুর কারণ, ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

গুরুতর আঘাতের পাশাপাশি শক ও হ্যামারেজই রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র প্রদ্যুম্ন ঠাকুরের মৃত্যুর কারণ। ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। তবে তার গলা ও ঘাড়ের ক্ষত যতটা গভীর তাতে সাধারণত ২- ৩ মিনিটের বেশি বেঁচে থাকার কথাও নয়।

[আরও পড়ুন: গুরুগ্রামকাণ্ডে সিবিআই তদন্তে রাজি মুখ্যমন্ত্রী খট্টর, পিছিয়ে যেতে চলেছে চার্জশিট পেশ ][আরও পড়ুন: গুরুগ্রামকাণ্ডে সিবিআই তদন্তে রাজি মুখ্যমন্ত্রী খট্টর, পিছিয়ে যেতে চলেছে চার্জশিট পেশ ]

২-৩ মিনিটের বেশি বাঁচার কথা ছিল না প্রদ্যুম্নের, দাবি ময়না তদন্তের রিপোর্টে

প্রদ্যুম্নের ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে, গলা থেকে ঘাড় হয়ে কান পর্যন্ত প্রায় ১৮ সেন্টিমিটার লম্বা ক্ষত রয়েছে। এই ক্ষত ২ সেন্টিমিটার গভীর বলে জানানো হয়েছে। সেইসঙ্গে তার গলার কাছে ধমনী ও খাদ্যনালিও একেবারে চিরে গিয়েছিল। সেকারণেই সে চিৎকার করতে পারেনি। প্রথম আঘাতের ঠিক নিচেই আরও একটি ১২ সেন্টিমিটার দীর্ঘ ক্ষতও পাওয়া গিয়েছে। দ্বিতীয় ক্ষতও প্রায় ২ সেন্টিমিটার গভীর ছিল। এত গভীর আঘাত লাগার পর একটি ৭ বছরের বালকের ২ মিনিটের বেশি বেঁচে থাকা সম্ভব নয় বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। গভীর ক্ষতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং যার জেরেই তার ব্রেন হ্যামারেজ হয় বলে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে।

২-৩ মিনিটের বেশি বাঁচার কথা ছিল না প্রদ্যুম্নের, দাবি ময়না তদন্তের রিপোর্টে

অপরদিকে আগামী সোমবার থেকেই গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলটি পুনরায় খুলতে চলেছে বলে জানিয়েছেন গুরুগ্রামের ডেপুটি কমিশনার বিনয় প্রতাপ সিং। আগামী তিন মাস স্কুল পরিচালনের দায়িত্ব থাকবে গুরুগ্রাম প্রশাসনে হাতে। প্রদ্যুম্নের খুনের পর একসপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ স্কুল। ডেপুটি কমিশনার জানিয়েছেন, অন্যান্য ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের ক্ষতি যাতে না হয়, সেজন্যেই সোমবার থেকে স্কুল খোলা হচ্ছে। শুক্রবারই হরিয়ানায় স্কুলগুলিতে পড়ুয়াদের নিরাপত্তা সংক্রান্ত আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার।

English summary
Ryan student died of haemorrage and shock after fatal injury, says postmortem report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X