For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির পর এবার দিল্লির বুকে চমক আরএসএস-এর! 'অনুদান'এর টাকায় কী তৈরি হচ্ছে

  • |
Google Oneindia Bengali News

রাজধানী দিল্লির বুকে বিজেপি তৈরি করেছে চোখ ধাঁধানো হেডকোয়ার্টার। যা দেখে রীতিমতো তাক লেগেছে মানুষের। এবার বিজেপির পর গেরুয়া শিবিরের আরএসএস দিল্লির বুকে তৈরি করতে চলেছে তাক লাগানো হেড কোয়ার্টার। তবে এই হেড কোয়ার্টার নিয়ে বেশ কিছুটা রহস্য দানা বাঁধছে অর্থের অঙ্ক নিয়ে।

 কোথা থেকে আসছে এই আরএসএস বিল্ডিং এর অর্থ?

কোথা থেকে আসছে এই আরএসএস বিল্ডিং এর অর্থ?


জানা গিয়েছে, আরএস এস বিল্ডিং এর এই নির্মাণ কার্জে ব্য়বহৃত অর্থ আসছে অনুদানের টাকা থেকে। তবে কোন অনুদান তা এখনও আয়কর দফতরের কাছে অজানা রয়েছে। প্রসঙ্গত ২০১৬ সাল থেকে এমন বিল্ডিং তৈরির কথা চলছিল।

কেশব কুঞ্জ তৈরির প্রকল্প

কেশব কুঞ্জ তৈরির প্রকল্প

আরএরসএস-এর এই বিল্ডিং তৈরির জন্য অর্থ আসছে বিদেশী কোনও ফান্ড থেকে কি? এমন প্রশ্ন তুলেছে সংবাদপত্র 'ন্যাশনাল হেরল্ড'। এদিকে, এই হেড কোয়ার্টার যা কেশব কুঞ্জ নামে তৈরি হচ্ছে, তা রীতিমতো তোলপাড় করে দিয়েছে রাজধানীর রাজনীতি। জানা গিয়েছে, কেশব কুঞ্জ নবরচনা প্রকল্পে জমাকৃত অর্থ থেকে এই অর্থ আসছে।

আপাতত আরএসএস-র কাজ কোন জায়গা থেকে পরিচালিত হয়?

আপাতত আরএসএস-র কাজ কোন জায়গা থেকে পরিচালিত হয়?

দিল্লির উদাসীন আশ্রম থেকে পরিচালিত হয় আরএসএস এর কাজ। সংঘের তরফে জানানো হয়েছে, চেক-এর মাধ্যমে ডোনেশন ছাড়া তাঁরা চাঁদা গ্রহণ করেন না। আর সৎপথেই সেখানে চাঁদা গ্রহম করে স্বচ্ছ্ব উপায়ে তৈরি হচ্ছে এইউ ইমারত।

English summary
RSS constructing massive New Delhi office with ‘donations’.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X