For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুসলমানদের ভয় পাওয়ার কিছু নেই ভারতে, তবে কিছু শর্ত দিলেন আরএসএস প্রধান

মুসলমানদের ভয় পাওয়ার কিছু নেই ভারতে, তবে কিছু শর্ত দিলেন আরএসএস প্রধান

  • |
Google Oneindia Bengali News

ভারতে মুসলমানদের ভয় পাওয়ার কিছু নেই। সাফ জানিয়ে দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তবে তিনি বেশ কিছু শর্ত আরোপ করেছেন মুসলিমদের জন্য। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত বলেন, ভারত ইতিহাসের আদিকাল থেকে অবিভক্ত ছিল।

মুসলমানদের উদ্দেশে আরএসএস প্রধান

মুসলমানদের উদ্দেশে আরএসএস প্রধান

তাঁর কথায়, ভারত যখন তাঁর মূল হিন্দু অর্থ ভুলে গিয়েছিল, তখনই বিভক্ত হয়েছিল। মুসলমানদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা যদি আধিপত্যের উচ্ছ্বসিত বক্তব্য পরিত্যাগ করে তবে ভারতে তাঁদের কোনও ভয় নেই। এক সাক্ষাৎকারে মোহন ভাগবত এলজিবিটি সম্প্রদায়ের সমর্থনের কথা বলেন।

সঙ্ঘ যে দৃষ্টিভঙ্গির প্রচার করছে

সঙ্ঘ যে দৃষ্টিভঙ্গির প্রচার করছে

ভাগবত বলেন, তাঁদেরও নিজস্ব ব্যক্তিগত পরিসর থাকা উচিত। সঙ্ঘকে সেই দৃষ্টিভঙ্গি প্রচার করতে হবে। আমরা চাই নিজস্ব ব্যক্তিগত জায়গা থাকুক। কেননা তাঁরাও সমাজের একটি অংশ। বিশ্বজুড়ে হিন্দুদের মধ্যে নতুন আবিষ্কৃত আগ্রাসন সমাজে একটি জাগরণের কারণে হয়েছিল। হাজার বছরের বেশি সময় ধরে সেই যুদ্ধ জারি রয়েছে।

হিন্দু সমাজের লড়াই যাদের বিরুদ্ধে

হিন্দু সমাজের লড়াই যাদের বিরুদ্ধে

তাঁর কথায়, হিন্দু সমাজের এই লড়াই বিদেশি আগ্রাসন, বিদেশি প্রভাব এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে। সঙ্ঘ এই উদ্দেশ্যে সমর্থন দিয়েছে হিন্দুদের। তাঁদের সমর্থনের তালিকায় অন্যরাও রয়েছে। অনেকেই এই বিষয়ে কথা বলেছে। কিন্তু হিন্দু সমাজ সর্বাগ্রে জেগে উঠেছে। যাঁরা অবিরত সংগ্রাম করছে, তাঁদের আক্রমণাত্মক হওয়াটাই স্বাভাবিক।

আসুন আমরা একসঙ্গে এগিয়ে যাই

আসুন আমরা একসঙ্গে এগিয়ে যাই

ভাগবত বলেন, হিন্দু আমাদের পরিচয়, আমাদের জাতীয়তা। আমাদের সভ্যতাগত বৈশিষ্ট্য হল আমরা সকলকে নিয়ে চলতে চাই। আমরা কখনই বলি না আমরাই সত্য, আপনারা মিথ্যা। আসুন আমরা একসঙ্গে এগিয়ে যাই। হিন্দুত্বের পক্ষ থেকে এই আহ্বান জানান আরএসএস প্রধান মোহন ভাগবত।

আধিপত্যের দাম্ভিক বক্তব্য পরিত্যাগের বার্তা

আধিপত্যের দাম্ভিক বক্তব্য পরিত্যাগের বার্তা

তিনি বলেন, সরল সত্য হল এই হিন্দুস্তানের হিন্দুস্থানই থাকা উচিত। তাতে ভারতে বসবাসরত মুসলিমদের কোনও ক্ষতি নেই। আর ইসলামেরও ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু মুসলমানদের অবশ্যই তাদের আধিপত্যের দাম্ভিক বক্তব্য পরিত্যাগ করতে হবে "আমরা একটি উচ্চ জাতি, আমরা একবার এই জমিতে শাসন করেছি। আবার এখানে শাসন কায়েম করব। কেবল আাদের পথ সঠিক, বাকি সবাই ভুল। আমরা আলাদা, তাই আমরা এভাবেই থাকব। আমরা একসঙ্গে থাকতে পারি না।"- মুসলিমদের এই বক্তব্য ত্যাগ করতে হবে।

প্রতিদিনের রাজনীতি থেকে দুরে আরএসএস

প্রতিদিনের রাজনীতি থেকে দুরে আরএসএস

মোহন ভাগবত বলেন, আমরা সচেতনভাবেই নিজেদের প্রতিদিনের রাজনীতি থেকে দুরে রেখেছি। তবে সর্বদা এমন রাজনীতিতে জড়িত থাকি, যা আমাদের জাতীয় নীতি, জাতীয় স্বার্থ এবং হিন্দু স্বার্থকে প্রভাবিত করে। একটাই শুধু পার্থক্য- আগে আমাদের স্বয়ংসেবকরা রাজনৈতিক ক্ষমতায় ছিলেন না, বর্তমান পরিস্থিতিতে তাঁরা রাজনৈতিক পদে থাকছেন।

বিচারপতিকে উপযুক্ত নিরাপত্তা দিতে হবে, বিচারপতি রাজশেখর মান্থা কাণ্ডে মুখ্যসচিবকে কড়া বার্তা রাজ্যপালেরবিচারপতিকে উপযুক্ত নিরাপত্তা দিতে হবে, বিচারপতি রাজশেখর মান্থা কাণ্ডে মুখ্যসচিবকে কড়া বার্তা রাজ্যপালের

English summary
RSS chief Mohan Bhagwat says Muslims have nothing fear in India but he gives some conditions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X