For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানি আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজ দিলেই ৫০০০ টাকা! নতুন পোস্টার ঘিরে চাঞ্চল্য

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানি আর বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ইস্যু নিয়ে এবার ফের 'রণং দেহি' মেজাজে ঠাকরে পরিবারের আরও এক সন্তান রাজ। রাজ ঠাকরের দল এমএনএস বহুদিন ধরেই কেন্দ্রের বিজেপি সরকার প্রবর্তিত নাগরিকত্ব ইস্যুতে মোদী শিবিরের সমর্থনে এগিয়ে এসেছে। এর আগে পাকিস্তানি ও বাংলাদেশী অনুপ্রবশ ইস্যুতে গোটা মহারাষ্ট্রে একাধিক রাজনৈতিক পদক্ষেপও নেয় এনএনএস। আর সেই ইস্যু ঘিরে এবার আরও এক ধাপ এগিয়ে গেল এই পার্টি।

 ৫ হাজার টাকা পুরস্কার!

৫ হাজার টাকা পুরস্কার!

রাজ ঠাকরের দল এমএনএস-এর তরফে একটি পোস্টার সাম্প্রতিককালে মহারাষ্ট্রের অউরাঙ্গাবাদে দেখা গিয়েছে। আর সেই পোস্টারে বলা হয়েছে, যে ব্যক্তিই পাকিস্তানি আর বাংলাদেশী অনুপ্রবেশকারীদের খোঁজ দিতে পারবেন,তাঁকেই দল ৫ হাজার টাকা দেবে।

 কট্টর মারাঠা-'স্পিরিট' থেকে হিন্দুত্ববাদের পথে রাজ

কট্টর মারাঠা-'স্পিরিট' থেকে হিন্দুত্ববাদের পথে রাজ

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের সময় ২৮৮ টি আসনের মধ্য়ে মাত্র ১টি দখলে রাখতে পেরেছে রাজের এমনএনএস। এরপর থেকেই 'মারাঠা স্পিরিট' থেকে খানিকটা স্টান্স পরিবর্তন করে হিন্দুত্ববাদের দিকে ঝুঁকতে শুরু করেছেন রাজ ঠাকরে। ঈর হিন্দুত্ববাদকে রাজনৈতিক পথে পাথেয় করতেই রাজ শিবির পদ্মশিবিরের দিকে ঝুঁকতে শুরু করেছে।

 মুম্বই থেকে বাংলাদেশী বিতারণে ব্রতী রাজ!

মুম্বই থেকে বাংলাদেশী বিতারণে ব্রতী রাজ!


এর আগে, মহারাষ্ট্র থেকে যাতে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা চলে যায়, তার জোরালো দাবি তোলেন রাজ। একই বার্তা তিনি দিয়েছেন পাকিস্তানি অনুপ্রবেশকারীদের জন্যও। আর সেই প্রেক্ষাপটে আরও একধাপ এগিয়ে গিয়ে অউরাঙ্গাবাদের সাম্ভাজি নগরে পড়ল পোস্টার।

খারাপ হালে এমএনএস!

খারাপ হালে এমএনএস!

এমএনএস এই মুহূর্তে মারাঠা রাজনীতিতে সেভাবে হালে পানি পাচ্ছে না। ২০১৪ সাল থেকেই বিভিন্ন ঠোক্কর গায়ে লেগেছে রাজের দলের। ২০০৬ সালে ঠাকরেদের পার্টি শিবসেনা থেকে
বেরিয়ে রাজ গঠন করেন এমএনএস। আর ২০০৯ সালে পার্টি ভালো ফল করলেও, পর পর পুরভোট ও বিধানসভা ভোটে কার্যত মুখ থুবড়ে পড়েছে রাজের দল।

English summary
Rs.5000 for who ever gives info on Pakistani and Bangladeshis, says MNS poster.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X