For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ হাজার টাকার নোট ছাপানো বন্ধ হয়ে গিয়েছে, আরটিআই আবেদনে জানা গেল সত্যিটা

নোট বাতিলের তিন বছরের বর্ষপূর্তি হওয়ার আগেই নতুন তথ্য সামনে এল।

  • |
Google Oneindia Bengali News

নোট বাতিলের তিন বছরের বর্ষপূর্তি হওয়ার আগেই নতুন তথ্য সামনে এল। তথ্য জানার অধিকার আইনে সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস একটি আরটিআই করেছিল ২ হাজার টাকার নোট নিয়ে। সেই প্রশ্নের উত্তরে আরবিআই জানিয়েছে ২০২০ অর্থবর্ষে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ হয়ে গিয়েছে।

২ হাজার টাকার নোটের জোগান কম

২ হাজার টাকার নোটের জোগান কম

বেশ কিছুদিন ধরেই এটিএম গুলিতে দুই হাজার টাকার নোটের জোগান কমে গিয়েছিল। এতদিনে জানা গেল আরবিআই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়াতে এটিএম গুলিতে দুই হাজার টাকার নোট কম পাওয়া যাচ্ছে। আর সে কথাই আরটিআই করায় এবার সামনে এল।

কমানো হচ্ছে নোট ছাপানো

কমানো হচ্ছে নোট ছাপানো

রিপোর্টে বলা হয়েছে ২০১৭ সালে ৩৫৪২.৯৯১ মিলিয়ন ২ হাজার টাকার ব্যাঙ্কনোট ছাপিয়েছিল আরবিআই। ২০১৮ সালে তা কমে দাঁড়ায় ১১১.৫০৭ মিলিয়নে। পরে তা আরও কমে ৪৬.৬৯০ মিলিয়নে নেমে আসে ২০১৯ সালের অর্থবর্ষে।

এখন পুরোপুরি বন্ধ

এখন পুরোপুরি বন্ধ

২০১৬ সালের নভেম্বর মাসে পুরনো ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিল হওয়ার পরই নতুন ২ হাজার টাকার ব্যাঙ্ক নোট বাজারে এসেছিল। এরপর প্রথম অর্থবর্ষের পর ধীরে ধীরে তা ছাপানো বন্ধ করে দেয় কেন্দ্র। এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছে বলেই আরটিআই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

English summary
Rs 2,000 Bank note printing stopped by RBI, reveals RTI query
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X