For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোয়াটসঅ্যাপকে টক্কর দিতে বাজারে আসছে রিলায়েন্সের সুপার অ্যাপ

হোয়াটসঅ্যাপকে টক্কর দিতে বাজারে আসছে রিলায়েন্সের সুপার অ্যাপ

Google Oneindia Bengali News

করোনা লকডাউনের মাঝেই জবর খবর নিয়ে এলো রিলায়েন্স। ফোনে এবং ইন্টারনেটে বিপ্লব ঘটিয়ে এবার অ্যাপে হাতে খড়ি হতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। জানা গিয়েছে ফেসবুকের সঙ্গে যৌথউদ্যোগে উইচ্যাটের মতো অ্যাপ বাজারে আনার পরিকল্পনা করেছে িরলায়েন্স। হোয়াটসঅ্যাপকে টক্কর দেবে সেই অ্যাপ।

নতুন অ্যাপ আনছে রিলায়েন্স

নতুন অ্যাপ আনছে রিলায়েন্স

এবার নতুন অ্যাপ বাজারে আনতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ফেসবুকের সঙ্গে যৌথ উদ্যোগে সেই অ্যাপ তৈরি করবে রিলায়েন্স। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। উইচ্যাটের মত বহুমুখী ব্যবহার থাকবে সেই অ্যাপের। যাতে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

করোনায় থমকে সিদ্ধান্ত

করোনায় থমকে সিদ্ধান্ত

করোনা ভাইরাস লকডাউনের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে দেরি হচ্ছে। সূত্রের খবর কেবল মাত্র মেসেজের আদানপ্রদান, ছবি, ভিডিও পাঠানো নয়। এই অ্যাপের মাধ্যেমে রিলায়েন্সের যেকোনও স্টোর থেকে অনলাইনে সামগ্রির অর্ডার দেওয়া যাবে। এমনকী রিলায়েন্সের এজিও ডটকম থেকে অনলাইনে অর্ডার দেওয়া যাবে। জিও মানির মাধ্যমে সেই অর্ডারের পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা।

বহুমুখী সুবিধা যুক্ত অ্যাপ

বহুমুখী সুবিধা যুক্ত অ্যাপ

রিলায়েন্সের এই বিশেষ অ্যাপে একাধিক সুবিধা পাবেন উইজাররা। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম তো বটেই তারসঙ্গে গেম খেলা, অনলাইনে হোটেল বা বিমানের টিকিট বুক করা সহ একাধিক কাজ করতে পারবেন। উইচ্যাটের সুবিধাও হারমানবে এই অ্যাপের কাছে। কাজেই হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তায় যে ধাক্কা লাগবেই তা বলার অপেক্ষা রাখে না।

করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন কার্যকরী নয়, কোন উপায় বাতলে দিলেন রাহুল গান্ধী?করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন কার্যকরী নয়, কোন উপায় বাতলে দিলেন রাহুল গান্ধী?

English summary
Reliance going to launch special app like WeChat, Whatsapp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X