For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০০ টাকার নোট নিয়ে কী সিদ্ধান্ত নিতে পারে আরবিআই, কী বলছে এসবিআই-এর রিপোর্ট

রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট ধরে রাখতে পারে, কিংবা এই ধরনের উচ্চমূল্যের নোট ছাপানো বন্ধ করে দিতে পারে। এমনটাই বলছে এসবিআই-এর রিসার্চ রিপোর্ট।

  • |
Google Oneindia Bengali News

রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট ধরে রাখতে পারে, কিংবা এই ধরনের উচ্চমূল্যের নোট ছাপানো বন্ধ করে দিতে পারে। এমনটাই বলছে এসবিআই-এর রিসার্চ রিপোর্ট।

২০০০ টাকার নোট নিয়ে কী সিদ্ধান্ত নিতে পারে আরবিআই

এসবিআই-এর ইকোফ্ল্যাস রিপোর্ট জানাচ্ছে, ২০১৭-র মার্চ পর্যন্ত দেশের বাজারে চালু নিম্ন মূল্যের নোটের মূল্য ৩৫০১ ০০কোটি টাকা।
নিম্নমূল্যের নোটের মূল্য বাদ দিলে, ৮ ডিসেম্বর পর্যন্ত দেশে উচ্চ মূল্যের নোটের মূল্য ১৩,৩২৪০০ কোটি টাকা।

অর্থমন্ত্রক সম্প্রতি লোকসভায় জানিয়েছে, ৮ ডিসেম্বর পর্যন্ত আরবিআই ১,৬৯,৫৭০ লক্ষ ৫০০ টাকার নোট এবং ৩৬৫৪০ লক্ষ ২০০০ টাকার নোট ছাপিয়েছিল। যার মোট মূল্য ১৫,৭৮,৭০০ কোটি টাকা। যার অর্থ (১৫,৭৮,৭০০-১৩,৩২৪০০=) ২৪৬৩০০ কোটি টাকার নোট আরবিআই ছাপালেও, যা এখনও বাজারে ছাড়া হয়বনি। এসবিআই-এর গ্রুপ চিফ ইকনোমিক অ্যাডভাইসর সৌম্যকান্তি ঘোষের লেখা রিপোর্ট থেকে এমনটাই জানা যাচ্ছে।

English summary
RBI may either be holding back 2000 notes or could have been stopped printing high denomination currency
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X