For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হয়ে যাক ৪৮ বনাম ৪৮-এর যুদ্ধ! গ্রহণযোগ্যতা হারানো কংগ্রেসকে চ্যালেঞ্জ বিজেপির

জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ কংগ্রেসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন- হয়ে যাক ৪৮ বনাম ৪৮-এর যুদ্ধ!

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ক্যাবিনেট সদস্য হুঙ্কার ছেড়েছিলেন- বিরোধীদের নেতা নেই, নীতি নেই, নেই রণনীতিও, তাহলে জিতবে কী করে! ২০১৪-র পর ২০১৯-এও মোদীর জয় স্রেফ সময়ের অপেক্ষা। আর জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ কংগ্রেসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন- হয়ে যাক যুদ্ধ।

হয়ে যাক ৪৮ বনাম ৪৮-এর যুদ্ধ! গ্রহণযোগ্যতা হারানো কংগ্রেসকে চ্যালেঞ্জ বিজেপির

বিজেপি নেতার কথায়, গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে কংগ্রেস। ৪৮ বছর দেশের শাসন ক্ষমতায় থেকে কী করেছে কংগ্রেস, আর আমরা ৪৮ মাস ক্ষমতায় এসে কী করেছি, তার খতিয়ান তুলে ধরছি। তাহলেই স্পষ্ট হয়ে যাবে সব। জাতীয় কর্মসমিতির বৈঠকের পর কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি নেতা বুঝিয়ে দেন, এবার কংগ্রেস কোনও ফ্যাক্টর নয়।

এদিন বৈঠক চলাকালীন নরেন্দ্র মোদী সুর বেঁধে দেন ২০-১৯ লোকসভা নির্বাচনের। তাঁর বক্তব্যের সার বস্তুই হল কংগ্রেস নয়, ফ্যাক্টর মহাজোট। তিনি এবার মহাজোটকে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ শানান। বলেন, আমাদের প্রতিপক্ষ যাঁরা, তাঁরা সবাই জোট বেঁধেছে। মহাজোটকে নীতিহীনদের জোট বলে ব্যাখ্যা করেন মোদী।

হয়ে যাক ৪৮ বনাম ৪৮-এর যুদ্ধ! গ্রহণযোগ্যতা হারানো কংগ্রেসকে চ্যালেঞ্জ বিজেপির

[আরও পড়ুন:নেতা নেই, নীতি নেই বিরোধীদের,'অজেয় মোদী'মন্ত্রে নতুন ভারত গড়ার ডাক বিজেপির][আরও পড়ুন:নেতা নেই, নীতি নেই বিরোধীদের,'অজেয় মোদী'মন্ত্রে নতুন ভারত গড়ার ডাক বিজেপির]

এদিন মোদীর সেই ব্যাখ্যাই সাংবাদিক বৈঠকে তুলে ধরেন রবিশঙ্কর প্রসাদ। তিনি এই মর্মে কংগ্রেসকেই নিশানা করেন। চ্যালেঞ্জ ছুড়ে দেন ৪৮ বছর বনাম ৪৮ মাসের যুদ্ধের। উন্নয়নের সেই ধারাকে পাথেয় করে তিনি বলেন, বিজেপিই পারে নতুন ভারতের স্বপ্ন দেখাতে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সেদিকেই এগিয়ে চলেছি। লক্ষ্যপূরণ আমরা করবই। ২০২২ সালে দেশবাসীকে এক নতুন ভারত উপহার দেবে বিজেপি।

[আরও পড়ুন:ফিরল 'ঝালমুড়ি রাজনীতি'র তত্ত্ব, অজ্ঞতার দাসত্ব ছাড়ার বার্তায় কী ইঙ্গিত বাবুলের][আরও পড়ুন:ফিরল 'ঝালমুড়ি রাজনীতি'র তত্ত্ব, অজ্ঞতার দাসত্ব ছাড়ার বার্তায় কী ইঙ্গিত বাবুলের]

[আরও পড়ুন: ছুটিতে বাড়ি ফিরে বন্যার্ত শত-শত মানুষের প্রাণ বাঁচিয়ে হিরো সেনা মেজর][আরও পড়ুন: ছুটিতে বাড়ি ফিরে বন্যার্ত শত-শত মানুষের প্রাণ বাঁচিয়ে হিরো সেনা মেজর]

English summary
BJP leader Ravishankar Prasad gives challenge to Congress in 2019 Loksabha Election. He says the battle of congress’s 48 years vs BJP’s 48 months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X