For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থেমে গিয়েছে কান্নাকাটি, ২০ টাকা মজুরিতে রাম রহিম এখন জেলে কী করছে জানেন

বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত রাম রহিম এখন একটি চাষবাসের কাজ করছে, কোটি কোটি টাকার মালিক রাম রহিমের এখন দৈনিক মজুরি ২০ টাকা।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

২০ বছরের জন্য শ্রীঘরে ধর্ষক বাবা রাম রহিম। কিন্তু জেলে সে কেমন আছে, কীই বা করছে, তা নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। রোহতকের সুনারিয়া জেল সূত্রে জানা গিয়েছে, বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত রাম রহিম এখন চাষবাসের কাজ করছে। কোটি কোটি টাকার মালিক রাম রহিম এখন দৈনিক ২০ টাকা মজুরিতে কাজ করছে।

থেমে গিয়েছে কান্নাকাটি, ২০ টাকা মজুরিতে রাম রহিম এখন জেলে কী করছে জানেন

জেলে যাওয়ার পর প্রথম বেশ কয়েকদিন কেঁদেই কাটিয়েছে রাম রহিম। খাওয়া-দাওয়া ঠিক মত করেনি। কিন্তু ধীরে ধীরে জেলের জীবনের সঙ্গে সে অভ্যস্ত হয়ে উঠছে বলেই জেল সূত্রে জানা গিয়েছে। রাম রহিমের ব্যারাকের ঠিক পাশেই একটি ফাঁকা জমিতে সবজি চাষের কাজ দেওয়া হয়েছে তাকে। আপাতত জমিটি চাষের উপযুক্ত করার কাজ করছে সে। সামনের সপ্তাহেই সেই জমিতে সবজির বীজ রোপণ করা হবে বলে জেল সূত্রে জানা গিয়েছে।

ডেরায় রাম রহিমের গুফায় তল্লাশি চালিয়ে শয়ে শয়ে বাহারি জুতো পেয়েছে পুলিশ। কিন্তু সুনারিয়া জেলে মাত্র ২ জোড়া চপ্পলই দেওয়া হয়েছে তাকে। সেইসঙ্গে সময় কাটানোর জন্য দেওয়া হয়েছে ২টি বইও। তবে অন্য়ান্য জেলবন্দিদের মধ্যে তাকে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে তাই, রাম রহিমের কাজের জায়গাও অন্যদের থেকে আলাদা বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।

তবে রাম রহিমের জেলে হানিপ্রীতের সঙ্গে কথা বলতে চেয়েছে বলে যে খবর উঠে এসেছিল, জেল কর্তৃপক্ষ তা উড়িয়ে দিয়েছে। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যেক বন্দির কাছ থেকে দুটো নম্বর নেওয়া হয়, যেখানে সে ফোন করে কথা বলতে পারে। এই নম্বরগুলি ভাল করে যাচাই করার পরই বন্দিকে কথা বলার অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছেন জেলের এক উচ্চপদস্থ আধিকারিক।

English summary
Ram Rahim Singh has been assigned task of growing vegetables inside Rohtak Jail, he is now accustomed with present situation, says jail authority
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X