For Quick Alerts
For Daily Alerts
ধর্ষক রাম রহিমের পর ডেরা সাচা প্রধানের দায়িত্বে তার ছেলে, জেনে নিন পরিচয়
আদালতের রায়ে ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং ২০ বছরের জন্য ধর্ষণের দায়ে জেলে গিয়েছে। তাই বলে তো ডেরার কাজ থেমে থাকতে পারে না। তাই ডেরার নতুন প্রধান দায়িত্ব কাঁধে তুলে নিলেন রাম রহিমের পুত্র জসমীত সিং (৩১)।

জসমীত সিং পেশায় একজন ব্যবসায়ী। তিনি বিয়ে করেছেন পাঞ্জাবের কংগ্রেস নেতা হরমিন্দর সিং জস্যির মেয়েকে। তবে অনেকেই এখন দাবি করছেন, এখন নয় ২০০৭ সালেই ঘোষণা হয়ে গিয়েছিল, বাবা গুরমিতের পর ডেরা প্রধানের দায়িত্ব নেবেন জসমীতই।
রাম রহিমের মা নসীব কউর নিজে ঘোষণা করেছেন যে ডেরার নতুন প্রধান হতে চলেছেন তাঁর নাতি জসমীত 'ইনসান'।
এর আগে শোনা গিয়েছিল হানিপ্রীত সিং ডেরা সাচার প্রধানের দায়িত্ব নিতে পারেন। এই হানিপ্রীতের সঙ্গে বাবা গুরমিতের সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি। তবে এখন জানা গেল গুরমিতের ছেলেই ফের ডেরা সাচা শাসন করতে চলেছেন।