For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিভিতেই দেখলেন মোদীর ভূমিপুজো, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকে আনন্দ উচ্ছাসে মাতলেন মা হিরাবেন

টিভিতেই দেখলেন মোদীর ভূমিপুজো, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকে আনন্দ উচ্ছাসে মাতলেন মা হিরাবেন

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ বিতর্ক, আইনি লড়াই, রাজনৈতিক জট কাটিয়ে অবশেষে অযোধ্যায় বিতর্কিত স্থানে তৈরি হচ্ছে রাম মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতেই স্থাপন হল রাম মন্দিরের ভিত্তি প্রস্তর। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে টেলিভিশনের সামনে থেকে ওঠেননি দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষ। এদিন,প্রধানমন্ত্রীর ভূমিপুজোর অন্যতম দর্শক ছিলেন স্বয়ং তাঁর মা হিরাবেনও।

বাড়িতে বসেই নিজের বাড়িতে ছেলের ভূমিপুজোর টেলিকাস্ট দেখেন হিরাবেন

বাড়িতে বসেই নিজের বাড়িতে ছেলের ভূমিপুজোর টেলিকাস্ট দেখেন হিরাবেন

দীর্ঘ প্রতিক্ষার পর বাড়িতে বসেই অযোধ্যার রামমন্দিরে ছেলের ভূমিপুজার ছবি দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হিরাবেন। টিভিতে টেলিকাস্ট দেখার সময় দু'হাত জোড় করেছিলেন তিনি, এবং অনুষ্ঠান দেখা মাত্রেই তার মুখে ফুটে উঠতে দেখা গেছে খুশির ঝলক।

হিরাবেনের বাড়ির আল্পনাতেও লেখা ছিল 'রাম' নাম

হিরাবেনের বাড়ির আল্পনাতেও লেখা ছিল 'রাম' নাম

আজ প্রধানমন্ত্রীর বাড়ির গৃহ সজ্জাতেও স্থান পেয়েছেন ভগবান রাম। হিরাবেনের বাড়িতে আজকে একটি আল্পনা আঁকা হয় যার কেন্দ্রে লেখা ছিল 'রাম শব্দ'টি। প্রতিটি মায়ের মতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও প্রধান চালিকা শক্তি, ভরসার স্তম্ভ হয়ে রয়েছেন তাঁর মা হিরাবেন। মোদির গৃহীত প্রতিটি বড় কাজের সময়েই হিরাবেন টিভিতে চোখ রাখেন বলে জানা যাচ্ছে।

অনুষ্ঠান উপলক্ষে আজ একটি ডাকটিকিট প্রকাশ করেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠান উপলক্ষে আজ একটি ডাকটিকিট প্রকাশ করেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানটি উপলক্ষে মোদী একটি ডাকটিকিটও প্রকাশ করেন। এমনকি এই অনুষ্ঠানটিকে বিজেপির কর্মী সমর্থকেরা প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আদর্শিক বজয় হিসাবেও দেখছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের প্রধান নৃত্য গোপাল দাস।

রামের উদ্ধৃতি দিয়েই পুজো সারলেন প্রধানমন্ত্রী

রামের উদ্ধৃতি দিয়েই পুজো সারলেন প্রধানমন্ত্রী

প্রধান মন্ত্রী রামজন্মভূমিতে রামমন্দিরের ভূমিপুজো করতে গিয়ে সামনে রাখলেন ভগবান রামেরই উদ্ধৃতি। প্রধানমন্ত্রী বলেন, "ভগবান রামের শাসনের মূল নীতি ছিল সামাজিক সম্প্রীতি"। পাশাপাশি আরও একটি ভগবান রামের একটি বার্তা উল্লেখ করে তিনি জানান, "ভারত যত বেশি শক্তিশালী হবে, দেশে তত বেশি ভালবাসা এবং শান্তি বিরাজ করবে।"

অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের দিন কেন তামিল টুইটারে ট্রেন্ড হলেন রাবণ?‌অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের দিন কেন তামিল টুইটারে ট্রেন্ড হলেন রাবণ?‌

English summary
ram mandir news modis bhumipujo was seen on tv mother hiraben was overjoyed to witness the historic moment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X