For Quick Alerts
For Daily Alerts
(ছবি) পালিত রাখীবন্ধন, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীও শামিল
নয়াদিল্লি, ১০ অগস্ট: সারা দেশে পালিত হল রাখীবন্ধন উৎসব। এ দিন ভাইয়ের হাতে রাখী বেঁধে মঙ্গল কামনা করল বোনেরা। আর ভাইয়েরা বোনকে দিল ভালো রাখার আশ্বাস। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রাখী পরিয়ে দেয় শিশুরা।

মোদী আঙ্কলকে রাখী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রাখী বেঁধে দিচ্ছে শিশুরা।

অচেনা বোনের রাখী
পাঞ্জাব সীমান্তে বিএসএফ জওয়ানদের হাতে রাখী বেঁধে দিচ্ছেন এক তরুণী।

বেঙ্কাইয়ার হাতে রাখী
কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর হাতে রাখী বেঁধে দিচ্ছেন সন্ন্যাসিনীরা।

বন্দিদের বাঁধন রাখীর
জেলবন্দি ভাইদের রাখী পরাতে হাজির বোনেরা। গুরগাঁওতে।

ছোট ছোট বোনেরা
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে রাখী পরাল শিশুরা। তিনি বিনিময়ে দিলেন চকোলেট।