For Quick Alerts
For Daily Alerts
২১ বছর বয়সে বিচারকের আসনে বসে ইতিহাস তৈরি করলেন রাজস্থানের যুবক
বয়স মাত্র ২১ বছর। এই বয়সেই বিচারকের আসনে বসতে চলেছেন রাজস্থানের ময়ঙ্ক প্রতাপ সিং। দেশের সর্বকনিষ্ঠ বিচারপতি হতে চলেছেন তিিন। ২০১৮ সালে রাজস্থানের বিচারপতি নিয়োগের পরীক্ষায় সাফল্যের সঙ্গে পাস করেছেন ময়ঙ্ক। এই পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য দিনে ১২ থেকে ১৩ ঘণ্টা পড়াশোনা করতেন তিনি।

২০১৯ সালেই রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হয়েছেন ময়ঙ্ক। জয়পুরের মানসোরবরের বাসিন্দা ময়ঙ্ক বলেছেন বিচারক হতে গেলে সবার আগে সৎ হতে হবে। কোনও রকম বাইরের শক্তির কাছে প্রভাবিত হলে হবে না।
আইন নিয়ে পড়াশোনা শুরু করার প্রথম থেকেই ময়ঙ্ক বিচারপতি হতে চেয়েছিলেন। তাই প্রথম থেকেই বিচারপতি নিয়োগের পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি শুরু করে দেন। প্রথম প্রচেষ্টাতেই সফল হয়েছেন তিনি। সেই সঙ্গে দেশের প্রথম সর্ব কনিষ্ট বিচারপতি হিসেবে নিযুক্ত হয়ে ইতিহাস তৈরি করতে চলেছেন।