For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসাদউদ্দিন ওয়াইসিকে লক্ষ্য করে সত্যিই ট্রেনে পাথর ছোঁড়া হয়েছে? বিবৃতি দিল রেল

বন্দেভারত এক্সপ্রেসে সফর করার সময়ে এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি বসে থাকা কামরার জানলায় ঢিল! আর তাতে মিম প্রধান আহত না হলেও ভেঙে যায় ট্রেনের জানলাটি। বাইরে থেকে অজ্ঞাত কোনও ব্যক্তি এই হামলা চালায় বলে অভিযোগ দলেরই নেত

  • |
Google Oneindia Bengali News

বন্দেভারত এক্সপ্রেসে সফর করার সময়ে এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি বসে থাকা কামরার জানলায় ঢিল! আর তাতে মিম প্রধান আহত না হলেও ভেঙে যায় ট্রেনের জানলাটি। বাইরে থেকে অজ্ঞাত কোনও ব্যক্তি এই হামলা চালায় বলে অভিযোগ দলেরই নেতা ওয়ারিস পাঠানের।

আসাদউদ্দিন ওয়াইসিকে লক্ষ্য করে সত্যিই ট্রেনে পাথর ছোঁড়া হয়

শুধু তাই নয়, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একাধিক পোস্ট করে রেলকে আক্রমণ শানিয়েছেন আসাদ। এমনকি যাত্রী সাছন্দ্য এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যদিও এই ঘটনায় আসাদের অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে রেল এবং স্থানীয় পুলিশ প্রশাসনও।

যদিও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। যদিও ইতিমধ্যে রেলের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। পশ্চিম রেলের আধিকারিক জানিয়েছেন, ট্র্যাকে কিছু ইঞ্জিনিয়ারিংয়ের কাজ চলছি। আর তা থেকেই হঠাত করে কোনও কিছু সম্ভবত ট্রেনের কাঁচে এসে ঠেকেছে বলে দাবি রেল আধিকারিকদের। শুধু তাই নয়, রেল আধিকারিকরা বলেন, এই ঘটনা কখনও পাথর ছোঁড়ার ঘটনা না। অন্তত কাঁচ যেভাবে ভেঙেছে তা বিশ্লেষণ করে এমনটাই বলছেল আধিকারিকরা।

তবে ঘটনার পরেই ভাঙা কাচ বদলে দেওয়া হয়। যদিও রেলের তরফে পুলিশ স্তরে একটি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে পুলিশের তরফেও এই ঘটনা অস্বীকার করা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে। সামনেই গুজরাট নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখেই সে রাজ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আর এই অবস্থায় গুজরাটে বন্দে ভারত এক্সপ্রেসে যাচ্ছিলেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি।

আর সেই কোচের একটি জানলাতে একের পর এক পাথর ছোঁড়া হয়েছে বলে অভিযোগ করেন মিম নেতা ওয়ারিস পাঠান। এমনকি পরে আসাদও এই বিষয়ে টুইটারের পোস্ট করেছেন। তবে ওয়ারিস বলছেন, আপনি পাথর ছুঁড়তে পারেন অথবা গুলি চালাতে পারেন, কিন্তু আমাদের অধিকারের জন্য আওয়াজ কখনই থামবে না'।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, মিথ্যা রটনা করা হচ্ছে। ছোট ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে বলেও অভিযোগ।

চিনের উদ্বেগ বাড়িয়ে ভারত মহাসাগর জুড়ে দাপিয়ে বেড়াবে ভারত-ফ্রান্সের নৌবাহিনী চিনের উদ্বেগ বাড়িয়ে ভারত মহাসাগর জুড়ে দাপিয়ে বেড়াবে ভারত-ফ্রান্সের নৌবাহিনী

English summary
Rail explains if stone pelted towards vande bharat express or not, in which asadauddin Owaisi was travelling
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X