For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেল বাজেট ২০১৫ : আর কিছুক্ষণ পরই বাজেট পেশ করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভু

  • |
Google Oneindia Bengali News

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : আর কিছুক্ষণ পরই পেশ হতে চলেছে মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ রেল বাজেট। জনমোহিনী পথে হেঁটে একাধিক নয়া প্রকল্পের কথা ঘোষণা করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভু? নাকি যাত্রী স্বাচ্ছ্বন্দ্য ও সুরক্ষা বাড়াতে চেয়ে বাস্তবমুখী হবে বাজেট?

রেল বাজেট ২০১৫ : আর কিছুক্ষণ পরই বাজেট পেশ করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভু


আসুন দেখে নেওয়া যাক কী কী হতে চলেছে এবারের বাজেটে
  • এর আগে রেলের ভাড়া বাড়িয়ে আয় বৃদ্ধির পরিকল্পনা করেছিল রেল মন্ত্রক। তবে এতে খুব একটা সাফল্য আসেনি। ফলে এবার ভাড়া না বাড়িয়ে অন্য সংস্কারের পথেই হাঁটতে চলেছে বলে রেল মন্ত্রক সূত্রে খবর।
  • রেলে পণ্য পরিবহণের পরিমাণ আরও কীভাবে বাড়ানো যায় তা নিয়ে নতুন পরিকল্পনার ঘোষণা করা হতে পারে আজ।
  • মোদির ‘মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের কথা মাথায় রেখে বুলেট ট্রেনের কথা ঘোষণা করতে পারেন সুরেশ প্রভু।
  • জানা গিয়েছে, স্বাচ্ছ্বন্দ্য ও সুরক্ষার পাশাপাশি নরেন্দ্র মোদির "মেক ইন ইন্ডিয়া" উদ্যোগের কথাও আলাদাভাবে রেল বাজেটে তুলে ধরা হবে।
  • ইতিমধ্যেই রেলের পুরো ক্ষেত্রটাই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। মন্ত্রক সূত্রে খবর, এবার রেলের পরিকাঠামো উন্নয়ন ও যাত্রী পরিষেবা বাড়ানোর ওপরই জোর দিতে পারেন রেলমন্ত্রী। যাতে যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়া যায়।
  • রেলে বেসরকারি বিনিয়োগ টানার লক্ষ্যে এবারের বাজেটে বিশেষ দিশা দেখাতে পারে মোদি সরকার। বর্তমানে রেলের ৬৭৬টি প্রকল্পের কাজ চলছে। যার জন্য প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ প্রায় ১ লক্ষ ৫৭ হাজার ৮৮৩ কোটি টাকা। এই টাকার মধ্যে মাত্র ৩১৭টির কাজ সম্পূর্ণ হতে পারে, বাকি প্রকল্পগুলির জন্য প্রয়োজন আরও ১ লক্ষ ৮২ হাজার কোটি টাকা। সেই টাকার ব্যবস্থাই কীভাবে করেন প্রভু এখন সেটাই দেখার।
  • পাশাপাশি তৎকাল টিকিট এবং প্রিমিয়াম ট্রেনের ভাড়ার ক্ষেত্রে কিছু বদল ঘটিয়ে আয় বাড়ানোর চেষ্টা করতে পারে রেল।
  • দেশের নানা জায়গায় রেলের অব্যবহৃত জমি কাজে লাগিয়ে ও বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোর চেষ্টা করা হতে পারে।
  • ট্রেনে পরীক্ষামূলকভাবে জৈব শৌচাগার চালুর কথাও ঘোষণা হতে পারে।
  • নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা ঘোষণা করা হতে পারে।
English summary
Rail budget 2015: suresh prabhu to present the budget at 12 noon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X