For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী বিরোধিতায় ঐক্যের ছবি দেখাচ্ছেন রাহুল, উপরি পাওনা বিজেপির শরিক-কাঁটা

ফের এককাট্টা বিরোধীরা। পেট্রোপণ্যের অগ্নিমূল্যের প্রতিবাদে কংগ্রেসের ডাকা বনধকে কেন্দ্র করে দেশজুড়ে একতার ছবি ফের স্পষ্ট হচ্ছে সোমবার।

  • |
Google Oneindia Bengali News

ফের এককাট্টা বিরোধীরা। পেট্রোপণ্যের অগ্নিমূল্যের প্রতিবাদে কংগ্রেসের ডাকা বনধকে কেন্দ্র করে দেশজুড়ে একতার ছবি ফের স্পষ্ট হচ্ছে সোমবার। এমনকী বিজেপির পথে কাঁটা বিছিয়ে বনধকে সমর্থন করছে শরিকরাও। বিজেপির দীর্ঘদিনের জোটসঙ্গী থাকা শিবসেনা কংগ্রেসকেই সমর্থন করে বসেছে বনধ ইস্যুতে। ফলে বনধ ডেকে বিরোধী ঐক্যকে ফের একবার ঝালিয়ে নিতে সমর্থ হলেন রাহুল গান্ধী।

মোদী বিরোধিতায় ঐক্যের ছবির মাঝে বিজেপির শরিক-কাঁটা

সোমবার ভারত বনধের সমর্থনে রাহুল গান্ধীর ডাকে সাড়া দিয়েছেন বিজেপি বিরোধী সমস্ত দলগুলিই। বামেরাও পৃথক বনধ ডেকে সমর্থনের হাত বাড়িয়েছেন কংগ্রেসের দিকে। কর্ণাটকে জেডিএস সমর্থন করেছে কংগ্রেসকে। অন্য বিরোধী শক্তিগুলোও সমর্থনের হাত বাড়িয়েছেন। এ রাজ্যে তৃণমূল কংগ্রেস বনধের বিরোধিতা করলেও বনধে নেতিক সমর্থন জানিয়েছেন। তাঁরা সমর্থন করেছেন বনধের ইস্যুকে।

বনধের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, কর্মনাশা বনধকে তাঁরা সমর্থন করেন না। তাঁরা বনধের বিরোধী, তবে যে ইস্যুতে বনধ হচ্ছে, সেই ইস্যুকে তাঁরা সমর্থন করেন। তাই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতায় মিছিল করবেন তাঁরা। তবে তার পাশাপাশি বনধের বিরোধিতাও করবেন।

মোদী বিরোধিতায় ঐক্যের ছবির মাঝে বিজেপির শরিক-কাঁটা

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে ছ্যাঁকা লেগেছে আপামর দেশবাসীর। এই মুহূর্তে দেশের মানুষ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফুঁসছে। এই অবস্থায় মূ্ল্যবৃদ্ধির ইস্যুতে তাঁরা দেশজুড়ে আন্দোলনের ঝড় বইয়ে দিতে চাইছে। এই আন্দোলনে বিজেপি বিরোধী সমস্ত শরিকদলকে পাওয়ার পাশাপাশি বিজেপির শরিকদেরও সমর্থন পাওয়া বনধের সাফল্যে বলেই মনে করছে কংগ্রেস।

English summary
Rahul Gandhi wants to build opponent unity regarding Bharat Bandh. BJP’s frind party Shivsena support Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X