For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টের রায়, তাঁর দলের দাবি কেই 'যথার্থতা' দিয়েছে, আর কী বললেন রাহুল

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি বলেছেন, কর্ণাটকে বিজেপিকে সরকার গড়তে আহ্বান জানিয়ে রাজ্যপাল বাজুভাই ভালা অসাংবিধানিক কাজ করেছেন বলে কংগ্রেস যে দাবি করেছিল, বিজেপিকে বিধানসভায় শক্তির প্রমাণ দিতে বলা সুপ্

Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের রায়, তাঁর দলের দাবি কেই 'যথার্থতা' দিয়েছে বলে দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। সুপ্রিম কোর্টে কংগ্রেস অভিযোগ করেছিল, কর্ণাটকে বিজেপিকে সরকার গড়তে আহ্বান জানিয়ে অসাংবিধানিক কাজ করেছেন রাজ্যপাল বাজুভাই ভালা। এদিন সকালে, সেই মামলায় রায়ে সুপ্রিম কোর্ট ইয়াদুরাপ্পার নয়া সরকারকে অবিলম্বে বিধানসভায় শক্তির পরীক্ষা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে। রাহুল বলেন বিজেপি, তাদের হাতে যে সংখ্যাগরীষ্ঠতা আছে বলে সবাইকে ধোকা দিচ্ছিল, এবারে তা ধরা পড়ে যাবে।

সুপ্রিম কোর্টের রায় নিয়ে কী বললেন রাহুল

টুইটারে রাহুল এও অভিযোগ করেন, আইনি পথে আটকে গিয়ে এবার বিজেপি যাবতীয় বেআইনি পথ নেবে। সংখ্যা জোগার করতে 'অর্থ ও পেশী শক্তি' নিয়ে মরিয়া বিজেপি ঝাঁপিয়ে পড়বে।

এদিন সকালে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, শনিবার বিকেল ৪টেয় কর্ণাটক বিধানসভায় বিজেপি সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে হবে। বিধানসভার অস্থায়ী স্পিকার সিদ্ধান্ত নেবেন কোন প্রেক্ষিতে ও কীভাবে ফ্লোর-টেস্টের আয়োজন করা হবে। এও বলা হয়, গোপন ব্যালটে ফ্লোর-টেস্ট হবে না।

এদিকে, কর্ণাটক বিজেপি নেতা শোভা করন্ডলাজে অবশ্য ১২০ জনেরও বেশি বিধায়কের সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী। এদিন সাংবাদিকদের তিনি বলেন, 'সুপ্রিম কোর্ট বিধানসভায় কাল বিকেল ৪টায় বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আদেশ দিয়েছেন। বিজেপি এই রায়কে জানায়। আমরা নিশ্চিত কাল বিজেপি ও অন্যান্য বিধায়করা যারা বিজেপিকে সমর্থন করছেন, কাল বিকেল ৪টায় তারা সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পারবেন।

English summary
Rahul Gandhi said the Supreme Court order to conduct a floor test in the Karnataka assembly, vindicated the Congress party's stand that governor Vajubhai Vala acted unconstitutionally.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X