For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এ জয়ী হলে 'মিনিমাম ইনকাম গ্যারান্টি', রায়পুরে বড় ঘোষণা রাহুলের, দেখুন ভিডিও

অটলবিহারী বাজপেয়ী-র 'উদয় ভারত'-কে লোকসভা নির্বাচনের মাটিতে পেড়ে ফেলতে সনিয়া গান্ধী ও প্রণব মুখোপাধ্য়ায়, মনমোহন সিং-দের মাথা থেকে বেরিয়ে এসেছিল 'কমন মিনিমাম প্রোগ্রাম'।

Google Oneindia Bengali News

২০০৪ সাল। আর এটা ২০১৯। মাঝখানে কেটে গিয়েছে ১৫টা বছর। অটলবিহারী বাজপেয়ী-র 'উদয় ভারত'-কে লোকসভা নির্বাচনের মাটিতে পেড়ে ফেলতে সনিয়া গান্ধী ও প্রণব মুখোপাধ্য়ায়, মনমোহন সিং-দের মাথা থেকে বেরিয়ে এসেছিল 'কমন মিনিমাম প্রোগ্রাম'। আর এই ঘটনার ১৫ বছর পর সনিয়া গান্ধী-মনমোহনদের উত্তরসূরি রাহুল গান্ধীও নরেন্দ্র মোদীর দোর্দন্ডপ্রতাপ সাম্রাজ্যকে পরাস্ত করতে নিয়ে এলেন সেই গরিবী-অ্যাজেন্ডা। যার ঘোষণা করে দিলেন ২৯ জানুয়ারি। রায়পুরে এক কৃষকসভায় ঘোষণা করে দিলেন যে ২০১৯-এর লোকসভা নির্বাচনে জয় পেলে নিয়ে আসবেন 'মিনিমাম ইমকাম গ্যারান্টি' বা 'নূন্যতম আয়ের গ্যারান্টি' প্রকল্প।

রাহুল গান্ধী এই জনসভায় দাঁড়িয়ে এটাকে একটা ঐতিহাসিক পদক্ষেপ বলে দাবি করেন। দেশের বুক থেকে গরিবী ও অনাহার হঠাতে এমন পদক্ষেপ এর আগে কোনও সরকার নেয়নি বলেও তিনি জানিয়েছেন। কৃষক সভয় বক্তব্য রাখতে রাখতেই রাহুল বলেন, 'আমরা এখন এমন একটা পদক্ষেপ নিয়েছি যা আগে অন্য কোনও সরকার নেয়নি। আমরা ঠিক করেছি যখন আমরা সরকার গড়ব তখন প্রতিটি গরীব মানুষকে মিনিমাম ইনকাম গ্যারান্টি দেব। গরিবী ও অনাহার দূর করতে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ।'

এদিনের রায়পুরের জনসভা থেকে রাহুল গান্ধী আরও বেশকিছু দাবি করেছেন, যা লোকসবা নির্বাচনের প্রাক্কালে জাতীয় রাজনীতিতে নির্বাচনী বাকযুদ্ধ-কে শুরু করে দিল বলেই মনে করা হচ্ছে।

গরিবী দূর না করে নতুন ভারত সম্ভব নয়

জনসভায় 'মিনিমাম ইনকাম গ্য়ারান্টি'-র কথা ঘোষণার কিছুক্ষণ পরেই টুইটারে একটি পোস্ট হয় রাহুল গান্ধীর প্রোফাইল থেকে। সেই পোস্টে রাহুল গান্ধী লিখেছেন 'আমরা নতুন ভারত গড়তে পারবো না কারণ আমাদের লাখো লাখো ভাই-বোন যখন গরিবীর অভিশাপে বয়ে নিয়ে চলেছেন। যদি ২০১৯-এর সরকার গঠনের মতো ভোট পাওয়া যায় তাহলে প্রতিটি গরিব মানুষের জন্য মিনিমাম ইনকাম গ্য়ারান্টি-কে লাগু করতে কংগ্রেস বদ্ধ পরিকর হবে। যা দেশ থেকে গরিবীও অনাহারকেও দূর করতে সাহায্য করবে। এটা আমাদের লক্ষ্য ও প্রতিশ্রুতি। '

মানুষের জন্য কাজ করে কংগ্রেস, দাবি রাহুলের

কংগ্রেস সভাপতি বলেন এই কংগ্রেসের জন্য এমজিনরেগা-তে ১০০ দিনের কাজ সুনিশ্চিত হয়েছিল। তথ্য জানার অধিকারের মতো আইনকে লাগু করা হয়েছিল। খাবারের অধিকারকেও মান্যতা দিয়েছিল কংগ্রেস। তেমনভাবেই মিনিমাম ইনকাম-কেও নিশ্চিত করা হবে।

কৃষি বিমার নামে লুঠ

রাহুল গান্ধী অভিযোগ করেন যে কৃষি বিমার নামে বিমা সংস্থাগুলো লাভের কড়ি গুনে যাচ্ছে। তাঁর মতে, কৃষকরা বিমার জন্য অর্থ দেন। কিন্তু, অত্যাধিক বৃষ্টি হলে বা দুরভিক্ষ হলে বিমার টাকা পান না কৃষকরা। ফলে বিমা সংস্থাগুলো লাভের কড়ি গুনলেও কৃষকদের তাতে কোনও লাভ হয় না।

জমি নীতি নিয়ে তোপ

কৃষকের জমি নিয়ে শিল্পপতিদের দিয়ে দেওয়া হচ্ছে বলেও তোপ দাগেন রাহুল গান্ধী। তিনি বলেন, অধিগ্রহণ করা জমিতে ৫ বছরের মধ্যে কোনও কাজ না করলে তা কৃষকের কাছে ফেরত আসার কথা। কিন্তু, আদপেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

English summary
Rahul Gandhi promises minimum income guarantee if Congress wins Loksabha Elections 2019. In 2004 Congress brought the Common Minimum Programmes to win the Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X