For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক্সিট পোল ভুয়ো! কংগ্রেস কর্মীদের লড়াই বৃথা যাবে না, টুইটে আশ্বাসবাণী রাহুলের

প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষা মোদী সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে। তারপর থেকে চুপ ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শেষপর্যন্ত তিনি মুখ খুললেন লোকসভা ভোটের ফলাফলের ঠিক আগে।

Google Oneindia Bengali News

প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষা মোদী সরকারের প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে। তারপর থেকে চুপ ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শেষপর্যন্ত তিনি মুখ খুললেন লোকসভা ভোটের ফলাফলের ঠিক আগে। কর্মীদের মনোবল তুঙ্গে রাখার জন্য কংগ্রেস সভাপতি টুইটারে বার্তা দিয়েছেন। রাহুল বলেন, ভুয়ো বুথ ফেরত সমীক্ষা নিয়ে ঘাবড়াবেন না।

রাহুলের বার্তা

রাহুলের বার্তা

দলের কর্মীদের উদ্দেশ্যে রাহুল বলেন, আগামী ২৪ ঘণ্টা সমস্ত কর্মীকেই সাবধান এবং সজাগ থাকতে হবে। কোনও ভয় পাবেন না। মনোবল হারাবেন না। মনে রাখবেন আপনার সত্যের জন্য লড়াই করছেন। আপনারা ব্যর্থ মনোরথ হবেন না। ভুয়ো বুথ ফেরত সমীক্ষায় দেখে হতাশ হবেন না।

আবেদন কংগ্রেস সভাপতির

আবেদন কংগ্রেস সভাপতির

রাহুল আবেদন করেন, কংগ্রেস পার্টি ও নিজেদের উপর ভরসা রাখুন। আপনাদের পরিশ্রম বৃথা যাবে না। জয় আমাদের হবেই। উল্লখ্য, প্রতিটি বুথ ফেরত সমীক্ষাই আভাস দেয়, তিনশোর বেশি আসন পেয়ে কেন্দ্রে ক্ষমতা প্রত্যাবর্তন করছে এনডিএ। তারপরই বিরোধীদের পক্ষ থেকে ইভিএমে চক্রান্তের আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলা হয়।

টুইট-বার্তায় নিশানা

রাহুলও এদিন সেই সুরে টুইট-বার্তায় জানান, ইভিএম কারচুপি থেকে শুরু করে নির্বাচনী নির্ঘণ্ট, নমো টিভি, মোদী-সেনা এবং কেদারনাথের নাটক নিয়ে মোদীজি ও তাঁর দলের কাছে আত্মসমর্পণ করেছে নির্বাচন কমিশন। আগে নির্বাচন কমিশনকে সমীহ ও সম্মান করত মানুষ। এটা আর কেউ তা করে না।

রাহুলের সুরে মমতাও

রাহুলের সুরে মমতাও

রাহুলের টুইটের আগে ইভিএম নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল একটি গুজব। আমরা এক্সিট পোলে বিশ্বাস করি না। এই এক্সিট পোল করে কয়েক হাজার ইভিএম অপসারণের পরিকল্পনা করা হয়েছে। তা আটকাতে তিনি বিরোধীদের একজোট হওয়ার বার্তা দেন।

English summary
Congress president Rahul Gandhi has sent a message on twitter to keep the party workers unity before the result.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X